বাংলাদেশ টেবিল টেনিসের পাশে চীন

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

পিংপংয়ের দেশ চীন। বিশ্বজুড়ে টেবিল টেনিসে শ্রেষ্ঠত্ব আজও ধরে রেখেছে দেশটি। সেই দেশে গিয়ে এবার অনুশীলনের সুযোগ মিলছে বাংলাদেশের টিটি খেলোয়াড়দের। বাংলাদেশের খেলোয়াড়দের চাইনিজ একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে দেশটি। ক’মাস আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশের খেলোয়াড়দের চীনে প্রশিক্ষণের ব্যাপারে কাজ শুরু করে।

সম্প্রীতি চীন এ ব্যাপারে সম্মতি জানিয়েছে। এই প্রোগ্রামের আওতায় বাংলাদেশের ২০ জন প্রতিভাবান যুব টেবিল টেনিস খেলোয়াড় ৪৬ দিন চীনের কোন ভালো একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পাবে। বাংলাদেশে চীনা দূতাবাস প্রশিক্ষণের ব্যবস্থা করতে তাদের দেশে প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন মিলেছে বলে টেবিল টেনিস ফেডারেশনকে জানিয়েছে চীনা দূতাবাস। চীনের এই সম্মতি বাংলাদেশের টিটির জন্য সুখবর জানিয়ে ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীর বলেন, ‘টেবিল টেনিসে বিশ্ব শাসন করছে চীন। ক্রীড়া মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের খেলোয়াড়রা চীনে কিভাবে প্রশিক্ষণ নিতে পারে সে ব্যাপারে গত সাত থেকে আট মাস আগে চেষ্টা চালিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ৩ এপ্রিল আমরা নিশ্চিত হয়েছি চীনের সহায়তার সম্মতিপত্রে।’ তিনি যোগ করেন, ‘চীন সরকার আমাদের জানিয়েছে, জুন বা জুলাই মাসের দিকে আমাদের ২০ জন খেলোয়াড়কে ৪৬ দিনের অ্যাডভান্স ক্যাম্পে নিয়ে যাবে। ক্যাম্পটা যাতে ভালো একটা একাডেমিতে হয় সে ব্যাপারেও তারা নিশ্চয়তা দিয়েছে।’