ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাঠে নামলেন টাগারদের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ

মাঠে নামলেন টাগারদের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ দলের কোচিং প্যানেলের বেশিরভাগ পদ শূন্য হয়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে খালি পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই ধারাবাহিকতায় গেল মার্চে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিয়োগ দেয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। জাতীয় ক্রিকেট দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ লাভের পর গত রোববার বাংলাদেশে এসেছেন নাথান কেলি। গতকাল সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কাজে নেমে পড়েছেন অস্ট্রেলিয়ান এই কোচ। ঈদের ছুটি কাটিয়ে এদিন শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলা।

প্রথম দিন মাঠে নেমেছে আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক। এই ম্যাচেই নাথানকে দেখা গেছে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ চলাকালীন সময়েই মাঠে নামেন তিনি। এ সময় নাথানের সঙ্গে ছিলেন ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার শাহরিয়ার নাফিস। শেরে বাংলায় আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ খেলায় প্রাইম ব্যাংকের নেতৃত্বে থাকছেন না নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। খেলোয়াড়দের তালিকায় পরিষ্কার দেখা গেছে, তামিমের বদলে প্রাইম ব্যাংকের আজকের অধিনায়ক জাকির হাসান। নাথানকে দুই বছরের জন্য স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ করেছে বিসিবি। নতুন এই কোচ ২ বছরের চুক্তিতে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন। আসন্ন জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু হবে কেলি অধ্যায়। নাথান কেলি এর আগে পেশাদার ক্রিকেট ও রাগবিতে কাজ করেছেন। তাছাড়া চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া এনএসডব্লিউ ব্লুজ, এনএসডব্লিউ পাথওয়েস ও প্রমীলা বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সঙ্গে কাজ করেছেন কেলি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত