ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আইপিএলে মোস্তাফিজের নৈপুণ্যে মুগ্ধ ডোনাল্ড

আইপিএলে মোস্তাফিজের নৈপুণ্যে মুগ্ধ ডোনাল্ড

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ ছন্দে আছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারর্ফম্যান্স উপহার দিচ্ছেন এই বাংলাদেশি পেসার। সিএসকের হয়ে প্রতি ম্যাচেই তিনি ধারাবাহিকভাবে উইকেট তুলছেন। পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন একেবারে প্রথম সারিতে। গত রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে উইকেটহীন থাকেননি তিনি। মোস্তাফিজের ছন্দ দেখে উচ্ছ্বসিত বাংলাদেশের সাবেক বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড। তিনি জানান, বোলিংয়ে গতির পাশাপাশি, বৈচিত্র্য ও স্টক ডেলিভারিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মোস্তাফিজ। এবারই প্রথম চেন্নাইয়ের হয়ে খেলতে নেমে চমক দেখিয়েছেন মুস্তাফিজ। এরইমধ্যে ৫ ম্যাচ খেলে শিকার করেছেন ১০ উইকেট। সর্বশেষ ম্যাচে খরুচে বোলিং করলেও দারুণ ক্যাচ নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি। সঙ্গে শিকার করেছেন এক উইকেটও। এছাড়া ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়ে প্রথম ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। আইপিএলে মোস্তাফিজের বোলিং পারফরম্যান্স দেখে মুগ্ধ ডোনাল্ড। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বোলিং দেখে মনে হচ্ছে, স্টক ডেলিভারিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মোস্তাফিজ। শুধুমাত্র গতিই নয়, তার বোলিং বৈচিত্র্যও বেশ ভালো হচ্ছে। আমার মনে হয়, ছন্দের দিক থেকে সেরা সময় কাটাচ্ছে। বেশ নিয়ন্ত্রিত, বেশ সতেজ লাগছে এবং নিজের ক্রিকেট উপভোগ করছে।’ ডোনাল্ড আরও বলেন, ‘স্টক বোলিংয়ে আত্মবিশ্বাস কমে গিয়েছিল মোস্তাফিজের। পাশাপাশি ডানহাতি ও বাঁহাতি ব্যাটারদের জন্য সুইং ও ধার কমেছিল। সুইং বল যখন ব্যাটারদের খেলতে বাধ্য করা হয়, তখনই আত্মবিশ্বাস পাওয়া যায়। তাকে সেটাই করানোর চেষ্টা করেছিলাম। তার স্লোয়ার ও অফ-পেস বল সব সময়ই কঠিন ছিল।’ এদিকে আইপিএলে মোস্তাফিজের অনাপত্তিপত্র দেয়া আছে ৩০ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ চলতি মাসের শেষ দিন পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি রয়েছে তার। তবে এবার তাকে আরও একদিন বেশি থাকার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১ মে নিজেদের দশম ম্যাচ খেলতে নামবে চেন্নাই। পাঞ্জাব কিংসের বিপক্ষে অনুষ্ঠিতব্য ওই ম্যাচটিতে খেলতে পারবেন মোস্তাফিজ। সব ঠিক থাকলে সে ম্যাচটি খেলে ২ মে বাংলাদেশে ফিরবেন তিনি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীস বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত