১২০ বছরের আক্ষেপ ঘুচল লেভারকুসেনের

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

জার্মান বুন্দেসলিগায় তাদের অবস্থান ছিল ১৭ নম্বরে। দিন বদলের অদ্ভুত গল্প লিখে সেই ক্লাবই এখন জার্মানির সর্বোচ্চ আসরের চ্যাম্পিয়ন। অথচ দুই বছর আগে যে দলকে অবনমন থেকে বাঁচানো চ্যালেঞ্জ ছিল, সেই দল শিরোপা জিতে যাবে ২ বছর পর এমন আশাবাদ পাঁড় সমর্থকেরও হয়তো ছিল না। গত রোববার রাতে ঘরের মাঠ বে অ্যারেনায় ভের্দার ব্রেমেনকে ৫-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা জেতার আনন্দে ভাসে লেভারকুসেন। ম্যাচ শেষ হওয়ার আগেই হাজার হাজার সমর্থক মাঠে প্রবেশ করে ভাসতে থাকেন উৎসবে। লেভারকুসেনের ইতিহাসে প্রথম লিগ শিরোপা জয়ে শেষ হলো বায়ার্ন মিউনিখের টানা ১১ বছরের রাজত্ব। ২০১১-১২ মৌসুমে জুর্গেন ক্লপের বরুশিয়া ডর্টমুন্ডের পর বায়ার্ন ছাড়া জার্মান লিগ পেল নতুন এক চ্যাম্পিয়ন। ম্যাচের পর আলোনসোর সংবাদ সম্মেলন চলাকালীন খেলোয়াড়রা এসে বিয়ার দিয়ে গোসল করিয়ে দেন কোচকে। এর আগে ম্যাচ শেষে মাঠেও অনেক সমর্থক প্রবেশ করে জড়িয়ে ধরেছেন, কেঁদেছেন তাকে ধরে। উল্লাসের রেনু গায়ে মেখে সংবাদ সম্মেলনে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা জানান লেভারকুসেনকে নিয়ে তার ভালোলাগার কথা। ‘ক্লাবের জন্য এটা একটা বিশেষ মুহূর্ত। ১২০ বছরে প্রথম বুন্দেসসলিগা জেতা মানে অসাধারণ কিছু একটা হয়েছে। ছেলেরা পারফর্ম করছে, একতাবদ্ধ হয়ে একটা উঁচুমানের দল গড়ে তুলেছে। তাদের নিয়ে আমি গর্বিত। এখানে কাজ করতে পেরে আমি সম্মানিত। দলের প্রতিটি বিভাগে সবাই একসঙ্গে কাজ করেছে, লড়াই করেছে শিরোপার জন্য। ক্লাবের জন্য বড় সাফল্য উদযাপনের সময় এটা। প্রথম যেকোনো কিছু সবসময়ই স্পেশাল। আমরা গর্ব নিয়ে বলতে পারি যে, লেভারকুসেনের ইতিহাসের এমন একটা বড় দিনের অংশ ছিলাম আমরা। এই অনুভূতিটা অবিশ্বাস্য।’ বুন্দেসলিগা জয়ের পথে এখন পর্যন্ত অপরাজিত থেকে লেভারকুসেন করেছে রেকর্ড। লিগে তারা ২৯ ম্যাচের হারেনি একটিতেও। আর সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজেয় যাত্রাটা ৪৩ ম্যাচের। গোল করেছে ৭৪টি, আর হজম করেছে মোটে ১৯টি। লম্বা সময় ধরে বুন্দেসলিগাকে একরকম নিজেদের সম্প্রতি বানিয়ে ফেলা বায়ার্ন কয়েক রাউন্ড আগে কিছুটা কাছাকাছি চলে এসেছিল লেভারকুসেনের। কিন্তু একের পর এক অবিশ্বাস্য পারফরম্যান্স দেখানো দলটির কোনো ভুলই যে করেনি প্রতিপক্ষকে সুযোগ করে দিতে। আলোনসো মনে করেন, অবিশ্বাস্য এই পথচলায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতাই তাদের মূল শক্তি ছিল। ‘আমরা এই মৌসুমে ভালো মানসিকতা নিয়ে খেলতে চেয়েছিলাম এবং কয়েকটা ম্যাচ যাওয়ার পর আমরা দেখলাম, এই দলটা আসলেই দুর্দান্ত ফুটবল খেলতে পারে। তবে এটা (লিগ চ্যাম্পিয়ন) অর্জন করে ফেলা মানে বিশেষ কিছুই। অসাধারণ ব্যাপার। আমরা এখন বলতে পারছি যে, লেভারকুসেন এখন জার্মান চ্যাম্পিয়ন। আমাদের সবার জন্যই এটা বড় সম্মানের। এই দল, এই ক্লাব এবং সমর্থকদের জন্য এটা খুব প্রাপ্য ছিল।’