রোমাঞ্চকর জয়ে শীর্ষে মোহামেডান

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই দুই দলের বিবাদ। খেলা বন্ধ ছিল ১৪ মিনিট। ঊষার কর্মকর্তা কার্ড দেখেন। ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট আগেও গণ্ডগোল ছিল। প্রিমিয়ার হকি লিগে এমন ম্যাচে বার বার এগিয়ে গিয়েও পয়েন্ট খোঁয়ানোর শঙ্কা ছিল মোহামেডানের। তবে শেষ পর্যন্ত আর তা হয়নি। গতকাল মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লিগের রোমাঞ্চকর এক ম্যাচে মালয়েশিয়ান ফয়জাল বিন শারির হ্যাটট্রিকের সুবাদে মোহামেডান ৬-৫ গোলে হারিয়েছে ঊষা ক্রীড়া চক্রকে। এই জয়ে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ফের টেবিলের শীর্ষে উঠে এলো সাদা কালোরা। সমান ম্যাচে আবাহনীর পয়েন্ট ৩৪। আগের ম্যাচে মেরিনার্সের কাছে হারলেও নাকে ব্যাথা পেয়েছিলেন মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। কাল নাকে ব্যান্ডেজ নিয়েই খেলতে নামেন তিনি। ঊষার বিপক্ষে সহজে ম্যাচ জিতচে মোহামেডান, এমনটাই ভেবেছিলেন সাদা কালো সমর্থকরা। ম্যাচের শুরুটাও তাদের ভাবনার মতো এগিয়ে যাচ্ছিল। মাত্র দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার (পিসি) থেকে দলকে এগিয়ে দেন মালয়েশিয়ান ফয়সাল বিন শারি (১-০)। পরের মিনিটেই ফিল্ড থেকে ব্যবধান দ্বিগুণ করেন আল নাহিয়ান শুভ (২-০)। এই গোল নিয়ে ওমানের আম্পায়ার হোসেইন আল হাসানির সিদ্ধান্ত মানতে পারেননি উষার খেলোয়াড়রা। ফ্রিহিটের দাবি জানিয়ে মাঠ ছাড়েন তারা। আম্পায়ারের সঙ্গে অশোভন আচরনের কারণে ঊষার কর্মকর্তা মাহবুব হোসেনকে হলুদ কার্ড দেখান আম্পায়ার সেলিম লাকি। ১৪ মিনিট বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়। টার্ফে নেমেই পিসি থেকে ফয়জাল বিন শারি ব্যবধান ৩-০ করেন। এর পরই নাটকীয়ভাবে খেলায় ফেরে উষা। ভারতীয় ইশরাত ইকতিদারের গোলে প্রথম কোয়ার্টারেই ব্যবধান কমায় উষা (১-৩)। দ্বিতীয় কোয়ার্টারে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফায়জাল (৪-১)। ম্যাচের ৩২ মিনিটে নবম পিসি থেকে ফিতরি বিন শারি গোল করলে মোহামেডান এগিয়ে যায় ৫-১ গোলে। মিনিট দুয়েক পর সেই ইশরাত ইকতিদারের গোলে ব্যবধান আরো কমায় ঊষা (২-৫)। তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে ভারতীয় ভারতীয় মোহাম্মদ শারিকের গোলে ৩-৫ করে পুরান ঢাকার ক্লাবটি। ৪৪ মিনিটে রাজু আহমেদ গোল করলে ৪-৫ গোলে পিছিয়ে থাকে উষা। তখনি পয়েন্ট খোঁয়ানোর শঙ্কা জেকে ধরে মোহামেডানকে। তবে পরের মিনিটে দ্বিন ইসলাম গোল করলে কিছুটা স্বস্তি ফিরে আসে সাদা কালো শিবিরে (৬-৪)। ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে ফের জটিলতায় খেলা বন্ধ থাকে আরো ৫ মিনিট। তবে ৫৬ মিনিটে উষার আরশাদ হোসেন গোল করলে ব্যবধান দাঁড়ায় ৫-৬ এ। শেষ পর্যন্ত আর গোল হজম করেনি মোহামেডান। পূর্ণ ৩ পয়েন্টের স্বস্তি নিয়ে মাঠ ছাড়েন জিমিরা।