ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

জাতীয় দলের কোচ হিসেবে বাংলাদেশকে অনেক সাফল্য এনে দিয়েছেন স্টুয়ার্ট ল। তার কোচিংয়ে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের যুবারা। এবার যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এই অস্ট্রেলিয়ান। যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। তার অধীনে ২০১২ সালে এশিয়া কাপের ফাইনাল খেলেন সাকিব আল হাসানরা। সবশেষ বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন ল। তার অধীনে দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ খেলে বাংলাদেশ। যুবদলের সঙ্গে চুক্তি শেষের পর নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং কোচ হতে চেয়েছিলেন তিনি। তবে বিসিবি ডেভিড হেম্পকে বেছে নিলে অন্য চাকরি খুঁজতে হয় ল’কে। যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ভীষণ উচ্ছ্বসিত এই কোচ, ‘যুক্তরাষ্ট্র ক্রিকেটে যুক্ত হওয়ার সুযোগ পাওয়া রোমাঞ্চকর ব্যাপার। সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম শক্তিশালী দল। আশা করছি একটা জুতসই স্কোয়াড নিয়ে এগুতে পারব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত