ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেখ হাসিনা নারী ক্রিকেট

শেখ হাসিনা নারী ক্রিকেট

ময়মনসিংহের পর এবার রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে শেখ হাসিনা বিভাগভিত্তিক মহিলা (অনূর্ধ্ব-১৯) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রাজশাহীর তেরোখাদিয়ায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আজ সকাল ৮টায় রাজশাহীর ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এ সময় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী দিলসাদ জাহান উপস্থিত থাকবেন।

আট দল থেকে বাছাই পর্ব পেরিয়ে পদ্মা, যমুনা, আত্রাই ও মহানন্দা এই চার দল উঠে এসেছে সেমিফাইনালে। আজ দুটি সেমিফাইনাল এবং আগামীকাল শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। জানা গেছে, এই টুর্নামেন্টে ক্রিকেটার বাছাই করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক’জন নির্বাচকও উপস্থিত থাকবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত