হকিকে বিতর্কমুক্ত করতে ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আবাহনী ও মোহামেডান মর্যাদার লড়াইয়ে অবতীর্ণ গতকাল শুক্রবার। এ লড়াইয়ে জিতলেই পঞ্চমবারের মতো এককভাবে শিরোপা ঘরে তুলত সাদা কালোরা। কারণ ৩-২ গোলে এগিয়েছিল তারা। কিন্তু ম্যাচের ১৭ মিনিট আগে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় শেষ বাঁশি পর্যন্ত গড়ায়নি। মোহামেডানের দুইজনকে লালকার্ড ও একজনকে হলুদ কার্ড দেখানোর জেরে খেলতে অস্বীকৃতি জানায় মোহামেডান। নির্দিষ্ট সময় পর দুই আম্পায়ার ওমানের হোসেন আল হাসানি ও শ্রীলংকান দেশনায়েক আবাহনীকে জয়ী ঘোষণা করেন। ম্যাচে ওমানী আম্পায়ারের সিদ্ধান্তে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান রিফিউজ টু প্লে করেছে। এমন ঘটনায় ক্রীড়াঙ্গন চলছে নানা আলোচনা-সমালোচনা। মোহামেডানের সাবেক পরিচালক ও হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিল উদ্দিন মোহামেডান ও ফেডারেশন উভয়কে কাঠগড়ায় দাঁড় করালেন, ‘আমরা এই লিগেই দেখেছি অনেক ম্যাচ দেড়-দুই ঘণ্টা বিলম্ব হয়েছে। ফেডারেশনের হস্তক্ষেপে অচলাবস্থা নিরসন হয়ে পুনরায় খেলেছে। গতকাল এত গুরুত্বপূর্ণ শিরোপা নির্ধারণী খেলায় এমন ঘটনায় ফেডারেশনের অবশ্যই একটা ভূমিকা রাখা উচিত ছিল। এতে ফেডারেশনের উপর পক্ষপাতের অভিযোগ যেমন উঠে, তেমনি ঘটনা যাই ঘটুক মোহামডানের খেলা উচিত ছিল। একজন খেলোয়াড় কম নিয়েও ফুটবল, হকিতে জয়ের ঘটনা রয়েছে। মোহামেডান ম্যাচে এগিয়েই ছিল।’ ঘরোয়া ক্রীড়াঙ্গনে পক্ষপাত আম্পায়ারিং নতুন নয়। বিশেষত হকিতেই প্রতি বছরই এমন অভিযোগ উঠে। তাই মোহামেডানের দীর্ঘদিনের হকি কমিটির কর্মকর্তা সাজেদ আদেল ক্লাবটির বর্তমান কর্মকর্তাদের অপরিপক্বতা আখ্যায়িত করে বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্যেও মোহামেডান টেবিলের শীর্ষে ছিল। ফাইনাল ম্যাচেও লিডে ছিল। বাকি সময় এক জন খেলোয়াড় কম নিয়ে খেললেও খেলার ধারা অনুযায়ী জেতার সম্ভাবনা ছিল। দলের সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের অদক্ষতা ও অপরিপক্বতাই রিফিউজ টু প্লে’র ঘটনা ঘটেছে।’ মোহামেডান দেশের তিন শীর্ষ খেলা ফুটবল, ক্রিকেট ও হকিতে অংশগ্রহণ করে। ক্রিকেট ও ফুটবলে অন্যায়ের শিকার হয়েও নিয়মিত খেলে যাচ্ছে। কিন্তু গত এক দশকে হকিতে নানা ঘটনার জন্ম দিয়েছে ক্লাবটি। ফেডারেশনের সাধারণ সম্পাদককে ঘটনা করে লিগ বর্জন করেছে। ২০২১ সালে রাসেল মাহমুদ জিমির নিষেধাজ্ঞার জন্য ক্লাব কাপ হকিতে অংশ নেয়নি মোহামেডান। তিন বছর পর এবারের লিগে শেষ ম্যাচে করল রিফিউজ টু প্লে’র ঘটনা। ফুটবল, ক্রিকেটের তুলনায় হকিতে মোহামেডানের নানা ঘটনার জন্ম দেয়ার পেছনে এই সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায় দেখেন অনেকে। প্রিমিয়ার লিগ যে কোনো ফেডারেশনের গুরুত্বপূর্ণ ও সর্বোচ্চ আসর। সেই আসরের সমাপ্তিটা বড়ই করুণ হয়েছে এবার। ২০১৮ সালে মেরিনার ও মোহামেডান শিরোপা নির্ধারণী ম্যাচ ৪৪ মিনিট পর আর অনুষ্ঠিত হয়নি। পরবর্তী সেই ম্যাচের সিদ্ধান্ত হয়েছে কয়েক মাস পর। ওই ম্যাচ ড্র ঘোষণা করে মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। হকি লিগ মানেই বিতর্ক এবং সেই সমালোচনার কেন্দ্রে ঘুরে ফিরে সাধারণ সম্পাদক। সাবেক সাধারণ সম্পাদক খন্দকার জামিল উদ্দিন এই সমাধানের জন্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চান, ‘হকি লিগ মানেই যেন বিতর্ক এবং ক্লাব ফেডারেশনকে মানে না আবার ফেডারেশনেরও পক্ষপাতের অভিযোগ উঠে। বর্তমান ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন ভাই অত্যন্ত যোগ্য ব্যক্তিত্ব। তিনি হকি ফেডারেশনকে একটি সুন্দর ফরম্যাটে আনার জন্য কার্যকরী উদ্যোগ নেবেন আশা করি। ক্রিকেটের পর আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে সম্ভাবনাময় ডিসিপ্লিন হকি।’