ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শান্ত-রাকিবকে পেছনে ফেলে বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরান

শান্ত-রাকিবকে পেছনে ফেলে বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরান

১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। তারই ধারাবাহিকতায় গত বছর ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য এ পুরস্কার প্রদান করতে যাচ্ছে ক্রীড়া সাংবাদিকদের ঐতিহ্যবাহি এই সংগঠনটি। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার বিকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ২০২৩ সালের কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, ফুটবলার রাকিব হোসেনকে পেছনে ফেলে এবার বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন দ্রুততম মানব ইমরানুর রহমান। দর্শকের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়াড জিতেছেন জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। বিএসপিএ সভাপতি জনাব রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে জমকালো অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল এমপি এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরানুর রহমান বলেন, ‘সবাইকে ধন্যবাদ। সামনে প্যারিস অলিম্পিকস ও দক্ষিণ এশিয়ান গেমস আছে, সেখানে ভালো কিছু করতে চাই।’পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জয়ী শেখ মোরসালিন বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য, আপাতত বসুন্ধরা কিংসকে সামনের দিকে এগিয়ে নেয়ার। জাতীয় দলেও খেলছি। জাতীয় দলকে এগিয়ে নিতে চাই। শান্ত, পিংকি, ইমরানুর- এদেরকে পেছনে ফেলে এটা জেতায় একটু অবাকই হয়েছি। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ।’ অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল বলেন, ‘দীর্ঘ ৬০ বছর ধরে বিএসপিএ এই আয়োজন করে যাচ্ছে। এজন্য আমার পক্ষ থেকে বিএসপিএকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বিশ্বাস করি, আমাদের খেলোয়াড়, সংগঠকরা তাদের পরিশ্রম দিয়ে আজকে যে পর্যায়ে এসেছি, তারা ক্রীড়াঙ্গণকে আরও এগিয়ে নিয়ে যাবেন।’ গেস্ট অব অনার স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, ‘এই অনুষ্ঠানে এলে অনেকের সঙ্গে দেখা হয়। এটা ভালো লাগার বিষয়। আমরা ১০ বছর ধরে বিএসপিএর সাথে আছি। যতদিন তারা আমাদের সাথে রাখবে, ততদিন আমরা থাকব। এই পুরস্কার আমার মনে হয় ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করে। যারা পুরস্কার পেয়েছেন, ধন্যবাদ। যারা পায়নি, মন খারাপের কিছু নেই। তারা যেন এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়, যাতে ভবিষ্যতে ভালো করতে পারে।’ অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদ ও পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের পাশাপাশি অন্যান্য ডিসিপ্লিনে বর্ষসেরার পুরস্কার প্রদান করা হয়।

এক নজরে পুরস্কার জয়ীরা

বর্ষসেরা পুরুষ ক্রিকেটার : নাজমুল হোসেন শান্ত বর্ষসেরা নারী ক্রিকেটার : ফারজানা হক পিংকি

বর্ষসেরা ফুটবলার : রাকিব হোসেন

বর্ষসেরা অ্যাথলেট : ইমরানুর রহমান

সেরা বক্সার : সেলিম হোসেন

সেরা শুটার : কামরুন নাহার কলি

সেরা টেবিল টেনিস খেলোয়াড় : রামহিম লিয়ন বম

উদীয়মান ক্রীড়াবিদ : শেখ মোরসালিন (ফুটবল)

বর্ষসেরা দল : অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

সক্রিয় সংস্থা : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

বর্ষসেরা কোচ : আলফাজ আহমেদ

বিশেষ সম্মাননা : মনজুর হোসেন মালু

তৃণমূল সংগঠক : মোয়াজ্জেম হোসেন (ভারোত্তোলন)

সেরা সংগঠক : হাবিবুর রহমান (কাবাডি)

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত