ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জিএম নর্ম না পাওয়ায় হতাশ মনন রেজা

জিএম নর্ম না পাওয়ায় হতাশ মনন রেজা

৫ বছর চেষ্টার পর একটি গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম পেয়েছেন দেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। অথচ আইএম (আন্তর্জাতিক মাস্টার) হওয়ার আগেই জিএম নর্ম পাওয়ার সুযোগ এসেছিল ফিদে মাস্টার মনন রেজা নীড়ের সামনে। যদিও শেষ পর্যন্ত হতাশ করেছেন তিনি। থাইল্যান্ডের ব্যাংকক ওপেন দাবার শেষ রাউন্ডে ভারতের গ্র্যান্ডমাস্টার মিত্রভা গুহের বিপক্ষে ড্র করলেই মিলত জিএম নর্ম। সেই ম্যাচে দুর্দান্ত শুরুর পর জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত হেরে গেছেন নীড়। তবে হতাশ হলেও ভেঙে পড়েননি উদীয়মান এই দাবাড়ু। জিএম নর্মের খুব কাছে গিয়ে মিস করার পর ব্যাংকক থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নীড় বলেন, ‘জিএম নর্ম পাওয়ার ভালো সম্ভাবনা ছিল। এরপরও পাইনি। এতে মন খারাপ করছি না। ভালো খেলেছি, এটাই এখন প্রয়োজন। একটি আইএম নর্ম পেয়েছি ও রেটিং বেড়েছে অনেক। আমার লক্ষ্য দুই থেকে তিন বছরের মধ্যে জিএম হওয়া।’ টুর্নামেন্টে সপ্তম হন মনন রেজা। আন্তর্জাতিক মাস্টারের নর্মের জন্য নির্ধারিত পয়েন্টের চেয়ে নীড় ১ পয়েন্ট বেশি অর্জন করায় ১০ খেলার নর্ম হয়েছে। তিনি মাত্র আধা পয়েন্টের জন্য গ্র্যান্ডমাস্টারের নর্ম পেতে ব্যর্থ হন। এই টুর্নামেন্টের অষ্টম রাউন্ডের খেলায় বাংলাদেশ নৌবাহিনী ও নারায়ণগঞ্জের ফিদে মাস্টার মনন রেজা ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার কুইজেন ড্যানিয়েলকে হারিয়ে আন্তর্জাতিক মাস্টারের একটি নর্ম অর্জন করেন। শুধু আন্তর্জাতিক মাস্টারকেই হারাননি তিনি, একজন গ্র্যান্ডমাস্টারকে হরিয়েছেন এবং অন্যজনের সঙ্গে ড্র করেন। শেষ রাউন্ডে হারার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘সময়ের চাপে ছিলাম। এতে কিছু চাল ভুল হয়েছে আমার।’ দাবায় অনেক সময় সমঝোতার ড্র হয়। জিএম নর্মের সম্ভাবনা থাকায় নীড় চেয়েছিলেন সেই সমঝোতার ড্র। তার কথায়, ‘শনিবার প্রতিপক্ষ নির্ধারণ হওয়ার পর ড্র নিয়ে আলোচনা করেছিলাম। এতে তিনি সম্মত না হয়ে খেলতে চান। আমি ভালোই খেলছিলাম, কিন্তু সময়ের চাপে পেরে উঠিনি।’ এছাড়া বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল সাড়ে ৫ পয়েন্ট নিয়ে ৫২তম, ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান ৫ পয়েন্ট নিয়ে ৮১তম, বাংলাদেশ বিমানের ফিদে মাস্টার নাইম হক সাড়ে ৪ পয়েন্ট নিয়ে ১৩০তম ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাসরিক সায়হান শান সাড়ে ৩ পয়েন্ট নিয়ে ১৭৮তম হন। সাড়ে ৭ পয়েন্ট করে নিয়ে ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার বেরনাডস্কাই ভিটালি চ্যাম্পিয়ন ও গ্র্যান্ডমাস্টার মিত্রভা গুহ রানার-আপ হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত