ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মিরপুরে ভেন্যু পরিদর্শনে আইসিসির প্রতিনিধি দল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
মিরপুরে ভেন্যু পরিদর্শনে আইসিসির প্রতিনিধি দল

চলতি বছরের অক্টোবরে বাংলাদেশে বসছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেয়েদের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বৃহৎ টুর্নামেন্ট আয়োজনে ভেন্যুগুলো কি রকম প্রস্তুতি নিয়েছে তা দেখতে গত রোববার বাংলাদেশে এসেছে আইসিসির পাঁচ সদস্যের প্রতিনিধি দল। তারই অংশ হিসেবে গতকাল সোমবার মিরপুরে পরিদর্শনে আসেন প্রতিনিধি দল। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মূল মাঠ, ইনডোর, গ্যালারিসহ সব ধরনের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন তারা।

আগামীকাল মূল ভেন্যু সিলেটে পরিদর্শন করবে পর্যবেক্ষক দল। ১০ দলের বিশ্বকাপের গ্রুপ পর্ব সিলেটে হওয়ার কথা। আইসিসির পাঁচ সদস্যের এই দলে আছেন নারী বিশ্বকাপ ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিত সিং, পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পনসরশিপ বিভাগের লায়লা স্টেইন, হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার। অক্টোবরে অনুষ্ঠেয় টুর্নামেন্টের সূচি বা তারিখ এখনও চূড়ান্ত হয়নি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশসহ সরাসরি অংশ নেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। বাকি দুটি দল আসবে বাছাইপর্ব খেলে। ২৫ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বিশ্বকাপের বাছাইপর্ব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত