ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় স্কোয়াশ শুরু

জাতীয় স্কোয়াশ শুরু

বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীসহ ২৬ ক্লাব ও প্রতিষ্ঠানের ১৯০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয়েছে উর্মি গ্রুপ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা।

গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসের স্কোয়াশ কোর্টে পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার লজিস্টিক এরিয়া মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন।এ সময় উর্মী গ্রুপের পরিচালক ফয়েজ রহমান ও ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.) উপস্থিত ছিলেন। দেশি খেলোয়াড়দের পাশাপাশি আমেরিকান ক্লাব ও পাকিস্তান অ্যাম্বেসির খেলোয়াড়দের নিয়ে আয়োজিত মেম্বার গ্রুপের খেলাগুলো গুলশান ক্লাবে অনুষ্ঠিত হবে। ১৯০ জন খেলোয়াড় নিয়ে আঞ্চলিক পর্ব থেকে বাছাই করা ১৫৭ জন (পুরুষ ৯৯ ও মেয়ে ৫৮ জন) খেলোয়াড় নিয়ে ১১টি গ্রুপে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত