ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জিম্বাবুয়ে সিরিজে নেই সাকিব- মোস্তাফিজ

জিম্বাবুয়ে সিরিজে নেই সাকিব- মোস্তাফিজ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের দলের পারফরম্যান্স পরখ করতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে পাঁচ ম্যাচের এই সিরিজ সামনে রেখে ১৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু স্কোয়াডে নাম নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে ছুটিতে আছেন সাকিব। অন্যদিকে মোস্তাফিজ খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যার জন্য এই দুই তারকাকে দলে যুক্ত করেননি বিসিবি। ছুটি শেষে দলে যোগ হবেন এই দুই তারকা। জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে দেশে ফিরলেও সাকিব প্রথম দুই ম্যাচ আনঅ্যাভেইলেবল থাকবেন বলে জানা গেছে। শুধু তাই নয়, সুপার লিগে অংশ নেয়ার কারণে বাংলাদেশের এই অলরাউন্ডার খেলবেন না জিম্বাবুয়ে সিরিজের প্রথম দুই ম্যাচ। তবে ফিটনেস ঠিক অবস্থায় থাকলে সাকিব ফিরতে পারেন তৃতীয় টি-টোয়েন্টি থেকে জানা যায়। ২৮ তারিখ দল ঘোষণা করলে জানা যাবে, জিম্বাবুয়ে সিরিজে ঠিক কয়টি ম্যাচে সাকিবকে পাওয়া যাবে। এদিকে মোস্তাফিজ খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। ১ মে পর্যন্ত চেন্নাই জার্সিতে খেলার অনুমতি রয়েছে টাইগার এই পেসারের। জানা যায়, ২মে দেশে ফিরে আসবেন ফিজ। এরপর মেডিকেল টিমের স্ক্রিনিংয়ের মাধ্যমে তাকে দলে অন্তর্ভূক্ত করা হবে বলে জানানো হয়েছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ খেলতে সফরকারীরা বাংলাদেশে আসবে ২৮ এপ্রিল। সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, বাকি দুইটি হবে ঢাকায়। ৩মে চট্টগ্রামে প্রথম ম্যাচের পর সেখানেই বাকি দুইটি ম্যাচ অনূষ্ঠিত হবে ৫ ও ৭ মে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত