ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্পিন কোচ মুশতাককে বিসিবির অভ্যর্থনা

স্পিন কোচ মুশতাককে বিসিবির অভ্যর্থনা

সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ জাতীয় দলের স্পিন কোচ হিসেবে নতুন করে চুক্তি নবায়ন করেননি রঙ্গনা হেরাথ। ফলে অনেক দিন ধরেই শূন্য ছিল টাইগারদের স্পিন বোলিং কোচের পদ। আরেকটি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব-মিরাজদের স্পিন গুরুর দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক আহমেদ। দায়িত্ব বুঝে নিতে গত সোমবার ঢাকায় পৌঁছেছেন মুশতাক। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই বাংলাদেশ অধ্যায়ের সূচনা হবে সাবেক তারকা লেগ স্পিনারের। টাইগারদের নতুন এই স্পিন কোচের চুক্তির মেয়াদ ধরা হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই আন্তর্জাতিক আসর। ঢাকায় পা রাখার পরদিন গতকাল মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ক্রিকেট বোর্ডে আসেন মুশতাক। তাকে অভ্যর্থনা জানিয়েছে বিসিবি। ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখও এদিন এসেছিলেন বিসিবিতে। ক্রিকেট বোর্ডের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ক্রিকেটার মুশফিকুর রহিমের সঙ্গে সৌজন্য আলাপের পর তাকে জড়িয়ে ধরছেন মুশতাক। পরে ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস বাংলাদেশ দলের প্রাকটিস কিট মুশতাকের হাতে তুলে দেন। এরপর প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলাপ করতে দেখা যায় মুশতাককে।সেখানে উপস্থিত ছিলেন সহকারী কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হেম্পও। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও করমর্দন করতে দেখা গেছে মুশতাককে। ছিলেন মুমিনুল হক, তাইজুল ইসলামরাও। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই নিজের বাংলাদেশ অভিযান শুরু করবেন সাবেক তারকা এই লেগ স্পিনার।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে ২৮ এপ্রিল থেকে। সেদিন চট্টগ্রামেই হবে প্রথম অনুশীলন। এর আগে ক্রিকেটারদের ঢাকা প্রিমিয়ার লিগ খেলার অনুমতি মিলেছে। ৩ মে প্রথম টি-টোয়েন্টির আগে চট্টগ্রামে টানা তিন দিন অনুশীলন করবে। টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়। জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে পৌঁছবে ২৮ এপ্রিল। সেদিনই তারা চট্টগ্রামে চলে যাবে। ২০২১ সালের পর বাংলাদেশের মাটিতে দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আগের সিরিজটি বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। তবে ২০২২ সালে জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল ২-১ ব্যবধানে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত