এশিয়া প্যাসিফিক বধির দাবা শুরু

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রায় শ’খানেক দেশি-বিদেশি খেলোয়াড় উপস্থিত। কিন্তু কোনো শব্দ নেই। চারিদিকে পিনপতন নীরবতা। কারণ শব্দময় পৃথিবীতে নিঃশব্দ জীবন-যাপনকারী বাক ও শ্রবণ প্রতিবন্ধী তারা। এমন নীরবে-নিভৃতে শুরু হলো এশিয়া প্যাসিফিক ইন্ডিভিজ্যুয়াল আন্তর্জাতিক বধির দাবার খেলা। গতকাল বুধবার রাজধানীর হোটেল ৭১-এ অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ভারত, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজস্তান, কাজাখস্তান ও স্বাগতিক বাংলাদেশের ৩৯ জন বধির দাবাড়ু। প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিববুর রহমান। টুর্নামেন্টের চেয়ারম্যান মোহাম্মদ খায়রুল বশারের সভাপতিত্বে এ সময় বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান ও এশিয়া প্যাসিফিক বধির কনফেডারেশনের সাধারণ সম্পাদক এনখায়ার জেনছিভনাইয়ামবু উপস্থিত ছিলেন।