ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাসপাতালে আর্জেন্টিনার বিশ্বকাপ মাতানো তারকা

হাসপাতালে আর্জেন্টিনার বিশ্বকাপ মাতানো তারকা

ফুটবলের মাঠে নিজের কারিশমা দিয়েই আর্জেন্টিনার সমর্থকদের হৃদয় জিতে নিয়েছিলেন কার্লোস তেভেজ। এল অ্যাপাচি ডাকনাম পাওয়া এই ফুটবলার খেলা ছাড়লেও ফুটবলকে ছাড়তে পারেননি। বর্তমানে আর্জেন্টিনায় কোচিং করানো সাবেক এই ফুটবলার দীর্ঘদিন পর এসেছেন আলোচনায়। হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ড। গত মঙ্গলবার বুয়েন্স আয়ার্সের একটি হাসপাতালে এই ফুটবলারের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার ফল সন্তোষজনক এসেছে। আরো কিছু পরীক্ষা করানো হবে, মেসির সাবেক এই সতীর্থের। বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সেখানে থাকবেন তিনি। সে জন্য হাসপাতালেই কাটাতে হবে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে। বিষয়টি নিশ্চিত করেছে তার বর্তমান ক্লাব ইন্দেপেনদিয়েন্তে। টুইটারের এক পোস্টে তারা জানায়, ‘তেভেজের করা সবগুলো পরীক্ষার ফলই সন্তোষজনক। তবে আরো কিছু পরীক্ষা বাকি আছে। তাই তাকে হাসপাতালে ভর্তি থাকতে হবে।’ ২০২২ সালে ফুটবলকে বিদায় বলেন তেভেজ। এরপর পা রাখেন কোচিংয়ে। শুরুটা করেন আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রাল দিয়ে। গত মৌসুমে দায়িত্ব নেন ইন্দেপেনদিয়েন্তের। ক্লাবটার সাথে তার বর্তমান চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। দায়িত্ব যখন নিয়েছিলেন তখন আর্জেন্টাইন টপ টিয়ার ক্লাবটার অবস্থা খুব একটা ভালো ছিল না। তবে নিজের ফুটবলীয় মস্তিষ্কে তাদের ফেরান ছন্দে। নিয়ে আসেন পয়েন্ট টেবিলের ছয় নম্বরে। তেভেজ আর্জেন্টিনার জার্সিতে খেলেছিলেন ৭৬টি ম্যাচ। ক্লাব ফুটবলেও ছিলেন বেশ জনপ্রিয়। খেলেছিলেন য়্যুভেন্তাস, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটির মতো বড় বড় ক্লাবের হয়ে। ইউনাইটেডের হয়ে দুবার প্রিমিয়ার লিগ জেতার স্বাদও পেয়েছিলেন তিনি। অভিজ্ঞতা আছে চ্যাম্পিয়ন্স লিগ জেতারও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত