ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেখ রাসেল বিচ ফুটবল টুর্নামেন্ট

শেখ রাসেল বিচ ফুটবল টুর্নামেন্ট

ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বিচ ও ফুটসাল ফুটবল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই দুই ফুটবলের জন্য আলাদা বিশ্বকাপও আয়োজন করে।

নিয়মিত ফুটবলে পিছিয়ে পড়া অনেক দেশ এই দুই ধরনের ফুটবলে বেশ সফল। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এ নিয়ে মাথা ঘামায় না।

তাই শেখ রাসেল বিচ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর। তিন দিনব্যাপী টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার।

কক্সবাজারের ডিভাইন ইকো রিসোর্ট পয়েন্টে টুর্নামেন্টের ফাইনালে বালক বিভাগে চ্যাম্পিয়ন ও রানার-আপ হয়েছে সিলেট বিভাগীয় বালক দল ও চট্টগ্রাম বিভাগীয় বালক দল। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন ও রানার-আপ হয়েছে চট্টগ্রাম বিভাগীয় বালক দল ও সিলেট বিভাগীয় বালিকা দল। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ রাসেল বিচ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার পাশাপাশি স্পোর্টস টুরিজমকে উৎসাহ দেয়া হচ্ছে। খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ বিচ ফুটবল টুর্নামেন্ট।

এখান থেকে বাছাই করা সেরা খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের ব্যবস্হা করা হবে। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আবুল হোসেন। স্বাগত বক্তব্য দেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আ ন ম তরিকুল ইসলাম। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের অনূর্ধ্ব-১৫ বালক-বালিকাদের ১৬টি দল অংশ নেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত