ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গরমে বদলে গেলে নারী লিগের সময়

গরমে বদলে গেলে নারী লিগের সময়

দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। তীব্র গরমে জনজীবন অসহনীয় হয়ে উঠেছে। এমন পরিস্থিতির মাঝেই দিনের বেলায় কৃত্রিম টার্ফে খেলা। গরমের তীব্রতা যেন আরো বেশি ছিল মেয়েদের নারী লিগের খেলায়। তাই গতকাল শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে মেয়েদের লিগের উদ্বোধন করতে এসে খেলার সূচি বদলে দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি (বাফুফে) কাজী সালাউদ্দিন। রোদের তীব্রতা টের পেয়ে তাৎক্ষণিকভাবেই মেয়েদের লিগের সূচি বদলানোর সিদ্ধান্ত নেন। ফলে কাল দুপুরে খেলা শুরু হলেও লিগের পরবর্তী ম্যাচগুলো পড়ন্ত বিকেলে এবং ফ্লাডলাইটে অনুষ্ঠিত হবে। বাফুফে সভাপতি বলেন, ‘এই খরতাপে ফুটবল খেলা সম্ভব না। তাই সঙ্গে সঙ্গে সাধারণ সম্পাদককে (বাফুফের সাধারন সম্পাদক ইমরান হোসেন) বললাম বিকল্প ব্যবস্থা করতে। সে বলল বিষয়টি এনএসসিকে (জাতীয় ক্রীড়া পরিষদ) জানাতে হবে এবং বড় বাজেট প্রয়োজন। আমি বলেছি এনএসসিকে জানাতে এবং বাজেটের ব্যবস্থা হবে।’ জানা গেছে, ফ্লাইট লাইডে একটি ম্যাচ অনুষ্ঠিত হলে প্রায় সাড়ে ১৩ হাজার টাকা খরচা দিতে হয় ক্রীড়া পরিষদকে। এ বিষয়ে কাজী সালাউদ্দিন বলেন, ‘গত পাঁচণ্ডদশ বছর কোনো কিছু আটকে থাকেনি। জাপান, সৌদি সব জায়গায় দল গিয়েছে। এটাও হবে ; যেখান থেকেই হোক ব্যবস্থা হবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত