ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্কোয়াশে শাহাদাত চাঁদনী চ্যাম্পিয়ন

স্কোয়াশে শাহাদাত চাঁদনী চ্যাম্পিয়ন

তুরাগ একটিভ জাতীয় স্কোয়াশের পুরুষ বিভাগের উন্মুক্ত গ্রুপে কর্পোরাল সাহাদাত হোসেন ও মেয়েদের উন্মুক্ত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন চাঁদনী সরকার। গতকাল শনিবার আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনিয়রসহ ১০ গ্রুপের খেলা।

অন্যদের মধ্যে মেয়েদের বিভাগে অনূর্ধ্ব-১১ বছর গ্রুপে আমেরিকান ক্লাবের উমা চতুরবেদী, অনূর্ধ্ব-১৩ গ্রুপে কালশী ইসলামীয়া স্কুলের মায়ানুর এবং অনূর্ধ্ব-১৫ গ্রুপে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের নাবিলা তাসনিম উর্মি চ্যাম্পিয়ন হয়। পুরুষদের অন্য বিভাগে অনূর্ধ্ব-১১ গ্রুপে রংপুর ক্যান্টনমেন্ট মিলিনিয়াম স্টার স্কুলের আবদুল্লাহ সাফিয়ান কাইয়ুম, অনূর্ধ্ব-১৩ গ্রুপে বিকেএসপির আরাফাত মোল্লা, অনূর্ধ্ব-১৬ গ্রুপে বিকেএসপির পারভেজ করিম, বিশ্ববিদ্যালয় গ্রুপে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির রায়হান এবং মেম্বার গ্রুপে গুলশান কøাবের আবিদ মনসুর চ্যাম্পিয়ন হন। পাঁচ দিনব্যাপী খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি। স্কোয়াশ অ্যান্ড র‌্যাকেটস ফেডারেশনের সভাপতি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপির সভাপতিত্বে এ সময় ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, তুরাগ একটিভ ও উর্মি গ্রুপের পরিচালক ফায়াজ রহমান এবং ফেডারেশনের সাধারন সম্পাদক ব্রি. জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত