ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টেনিসে বাংলাদেশি রেফারি মাসফিয়ার ইতিহাস

টেনিসে বাংলাদেশি রেফারি মাসফিয়ার ইতিহাস

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে মালয়েশিয়া টেনিস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে ‘আইটিএফ হুয়াইট ব্যাজ স্কুল’ কোর্চ। কুয়ালালামপুরে ২৪ এপ্রিল থেকে শুরু হয়ে গতকাল রোববার ছিল শেষ দিন। এ কোর্সে বাংলাদেশ-ভারত ছাড়া আরো ১২টি দেশের ১৭ জন অফিশিয়াল অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে এই কোর্স পাস করেছেন মাসফিয়া আফরিন। বাংলাদেশের ইতিহাসে প্রথম কেউ রেফারি হিসেবে আইটিএফ হোয়াইট ব্যাজ রেফারির স্বীকৃতি পেয়েছেন মাসফিয়া। কোর্চে বাংলাদেশের মাসফিয়া আফরিন ছাড়াও মালয়েশিয়া, ইরাক, ইরান, লেবানন, উজবেকিস্তান, ভারত, জাপান, ভিয়েতনাম, কাজাখস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও চায়না হতে ১৬ জন অফিশিয়াল অংশগ্রহণ করে। হুয়াইট ব্যাজ পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে আফরিন আইটিএফের ‘প্রজেক্ট : অফিসিয়েটিং পাথওয়ে’র আওতায় অফিসিয়েটিং এর বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য ভারতের কলকাতা ও দিল্লিতে দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন। মাসফিয়া আফরিনের হোয়াইট ব্যাজ স্বীকৃতির ফলে তিনি আটিএফের অনুমোদিত আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার জন্য যোগ্যতা অর্জন করলেন। উল্লেখ্য, ইতিপূর্বে বাংলাদেশের সারোয়ার মোস্তফা জয় ২০০০ সালে ‘আইটিএফ হুয়াইট ব্যাজ চেয়ার আম্পায়ার’ এর স্বীকৃতি পেয়েছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত