ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তামিম কবে ফিরবেন, জানালেন পাপন

তামিম কবে ফিরবেন, জানালেন পাপন

দিন যতই গড়াচ্ছে, তামিম ইকবালকে নিয়ে ততই অনিশ্চয়তা তৈরি হচ্ছে। কবে, কখন ফিরবেন, আদৌ ফিরবেন কি না, তার নেই কোনো নিশ্চয়তা। দেশসেরা এই ওপেনারের সঙ্গে দফায় দফায় বৈঠকে কথা হলেও আসল বৈঠকটা এখনো হয়নি। তামিম কবে ফিরবেন দলে, সেই বিষয়ে গতকাল রোববার আবার কথা বলেছেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। সাভারে একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, তামিম আগে ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে বসবে। তারপর তিনি তার সঙ্গে বৈঠক করবেন। তামিম সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন গেল বছরের সেপ্টেম্বরে। জুলাই মাসে অবসর নিয়েছিলেন। এরপর অবসর ভেঙে নিউজিল্যান্ডের বিপক্ষে একটামাত্র ওয়ানডে খেলেছিলেন তিনি। এরপর আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। এমনকি বিশ্বকাপ দলেও ছিলেন না বাঁ-হাতি এই ওপেনার। সেটা নিয়ে বেশ লম্বা সময় ধরেই উত্তপ্ত ছিল দেশের ক্রিকেটাঙ্গন। বিসিবি সভাপতি বলছিলেন, ‘লাস্ট ওর সঙ্গে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল ও (তামিম) প্রথম জালাল ইউনুস অপারেশন্সের এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সঙ্গে বসবেন তারপর আমার সঙ্গে বসবে। ওনাদের সঙ্গে বসেছে, এখন আমার সঙ্গে বসবে। আমি যেটা শুনেছি, ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে সামনের বছর থেকে খেলবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত