স্বস্তিতে এনএসসি সচিব

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

অবশেষে স্বস্তিতে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। পিবিএক্স সহকারী সালেহা সুলতানা নাজমার আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে জাতীয় ক্রীড়া পরিষদের কর্মচারী ইউনিয়ন তার অপসারণ চেয়ে আন্দোলন ও মানববন্ধন করেছিল।

তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ পদাধিকারবলে জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যান। তিনি গতকাল সোমবার সকালে এসে এনএসসির কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে দেখা করেন। আজ থেকে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম নিজ দপ্তরে ফের কাজ করার পাশাপাশি যাতে কোনো বাধা-বিঘ্ন দেয়া না হয়, সেই নির্দেশনা দিয়েছেন। সেই সঙ্গে সচিবের উপর আনীত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। তিনি নাজমার মৃত্যু ও পরিবার সম্পর্কে অবগত রয়েছেন। চলতি সপ্তাহে মন্ত্রী জাতীয় ক্রীড়া পরিষদে আসবেন। কাল বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে নাজমার জন্য দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠান হয়। নাজমার স্বামী ও দুই মেয়ে এসেছিলেন স্মরণসভায়। স্বামী-স্ত্রীর আয়ে চলত সংসার। স্ত্রী না থাকায় স্বামী সন্তানের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য চেয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী সদস্য ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার আবদুল গাফফার দোয়া মাহফিলে তার বক্তব্যে বলেন, ‘ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে আছি। তাকে আমি চিনতাম। তার এই বিদায়ে জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়াঙ্গনের পাশে থাকা উচিত।’ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুও কিছু সময় ছিলেন এই অনুষ্ঠানে।