ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ দলে কারা?

প্রকাশ : ০১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসছে জুন থেকেই মাঠে গড়াবে আইসিসির জমজমাট এই আসর। এবারের আসর আয়োজিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে। বিশ্বকাপকে সামনে রেখে গতকাল মঙ্গলবার দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের বিশ্বকাপ দলে বিরাট কোহলি জায়গা পাবেন কি না তা নিয়ে বেশ কয়েক দিন চলছিল আলোচনা-সমালোচনা। স্কোয়াডে হার্দিক পান্ডিয়া থাকবেন কি না তা নিয়েও ছিল অনিশ্চয়তা। তবে সব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতের ১৫ সদস্যের দলে আছেন এই দুই তারকা। বিশ্বকাপ দলে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে জায়গা পাওয়ার দৌড়ে ছিলেন অনেকেই। এ তালিকায় ছিলেন দীনেশ কার্তিক, সাঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, রিশভ পন্ত এবং ঈষাণ কিষাণরা। তবে আসন্ন এ টুর্নামেন্টের জন্য পন্ত এবং স্যামসনের উপরই ভরসা রেখেছে অজিত আগারকারের নির্বাচক কমিটি। সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন পন্ত। সুস্থ হয়ে চলমান আইপিএল দিয়েই মাঠে ফিরেছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে টুর্নামেন্টে বেশ ছন্দে আছেন তিনি। এর মাধ্যমে চোট কাটিয়ে ফিরেই আবার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তরুণ এই ব্যাটার।