পাকিস্তানকে যে বার্তা দিলেন গিলেস্পি

প্রকাশ : ০১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

অনেক দিন থকেই বিদেশি কোচের সন্ধান করতে গিয়ে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। বাবর আজমদের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন অস্ট্রেলিয়ান শেন ওয়াটসন। তবে একই প্রস্তাব লুফে নেন আরেক সাবেক অজি তারকা জেসন গিলেস্পি। প্রাক্তন এই অস্ট্রেলিয়ান পেসারকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান। দায়িত্ব পেয়েই নিজের দর্শন জানিয়ে দিয়েছেন গিলেস্পি। অন্য কোনো দলের খেলার ধরনকে অনুকরণ না করে নিজেদের শক্তির জায়গা নিয়ে কাজ করার কথা বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার।

তার মতে, যে ঘরানার ক্রিকেটের সঙ্গে মানানসই পাকিস্তান দল, তাদের সেটাই খেলা উচিত। এর আগে ইংলিশ কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার ও সাসেক্সের প্রধান কোচ ছিলেন গিলেস্পি। তার হাত ধরে টানা দুবার কাউন্টি চ্যাম্পিয়ন হয় ইয়র্কশায়ার। পাকিস্তানের দায়িত্ব নিতে আগামী জুনে সাউথ অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদ সরে দাঁড়াবেন তিনি। কোচিং ক্যারিয়ারে এই প্রথম কোনো টেস্ট দলের দায়িত্ব পেলেন গিলেস্পি। নতুন অধ্যায়ের জন্য দারুণ রোমাঞ্চিত এই কোচ সোমবার পিসিবির পডকাস্টে সাক্ষাৎকার দেন। সেখানে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কারো মতো নয়, নিজেদের মতো খেলতে হবে পাকিস্তানকে।