ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতা সহজ হবে না : শান্ত

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতা সহজ হবে না : শান্ত

আর কয়েক সপ্তাহ পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ দলের খুব বেশি প্রস্তুতি নেওয়ার সুযোগ নেই। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টির পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলেই বিশ্বকাপের ময়দানে নেমে যেতে হবে। আজ চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের শেষের প্রস্তুতি! কাগজে-কলমে জিম্বাবুয়ে কঠিন কোন প্রতিপক্ষ নয়। পরিসংখানও সেটাই বলে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

তার মধ্যে বাংলাদেশ ১৩টি ও জিম্বাবুয়ে সাতটিতে জিতেছে। সর্বশেষ ২০২২ সালে ৩০ অক্টোবর ব্রিসবেনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও জিম্বাবুয়েকে ৩ রানে হারায় তারা। এবারও সহজেই জিম্বাবুয়ে হারানোর কথা। কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জিম্বাবুয়েকে সমীহই করছেন। আজ ম্যাচ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। আপনি যেটা বললেন, জিম্বাবুয়ে উগান্ডার কাছে হেরে গেছে। এই জিম্বাবুয়ে কিন্তু কিছুদিন আগে শ্রীলঙ্কাকেও হারিয়েছে। ওই রকম চিন্তা করলে খুব বেশি পার্থক্য মনে হয় না। এখানে ম্যাচটা কীভাবে খেলছি, কীভাবে প্রস্তুত হচ্ছি, নিজেদের আত্মবিশ্বাস কীভাবে গড়ে তুলছিৃ। এতটুকু বলতে পারি, সিরিজটা এত সহজ হবে না। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবে। কারণ তারাও অনেক ভালো দল।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের চেয়ে জরুরি বিশ্বকাপের কম্বিনেশন তৈরি করা। কোথায় দুর্বলতা আছে সেগুলো খুঁজে বের করা। অধিনায়ক শান্তর ফোকসও সেদিকেই, ‘নির্দিষ্ট করে তিন-চারটা পয়েন্টে মনোযোগ থাকবে এভাবে বলা মুশকিল। আমি চাইবো প্রত্যেকটা জায়গায় যেন ফোকাস থাকে। প্রত্যেকটা জায়গায় যেন ভালোভাবে প্রস্তুত হয়ে বিশ্বকাপে যেতে পারি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত