ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হামজা চৌধুরী আবারও ইংলিশ লিগ মাতাবেন

হামজা চৌধুরী আবারও ইংলিশ লিগ মাতাবেন

হামজা চৌধুরী দেশের ফুটবলপ্রেমীদের কাছে নামটা পরিচিত। বাংলাদেশি বংশোদ্ভূত সবচেয়ে বড় তারকা বলা যায় তাকে। অধিনায়কত্ব করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী দল লেস্টার সিটির। আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামতে যাচ্ছে এই বাংলাদেশি তারকা। লিগে খেলা নিশ্চিত করেছে তার দল। ২০১৫-১৬ মৌসুমে রূপকথার গল্প লিখেছিল লেস্টার সিটি। অখ্যাত দলটিই সেবার সবাইকে অবাক করে দিয়ে শিরোপা জিতেছিল ইংল্যান্ডের গৌরবময় প্রিমিয়ার লিগের। কোনো ম্যাচ খেলা না হলেও সে দলের সদস্য ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। এর পরে অবশ্য প্রিমিয়ার লিগে দলটির হয়ে অধিনায়কত্ব করার সুযোগও হয়েছিল তার। কিন্তু ২০২২-২৩ মৌসুমে রেলিগেটেড হয়ে নেমে যেতে হয়েছিল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে। তবে তারা যে হারিয়ে যেতে আসেনি, সেটার জানান দিলেন এক মৌসুম পরেই। ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে আবারও প্রিমিয়ার লিগে ফিরে এসেছে লেস্টার সিটি। আগামী মৌসুমেই প্রিমিয়ার লিগে খেলবে তারা। সাউথাম্পটনকে আগের ম্যাচে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের কাজ এগিয়ে রেখেছিল লেস্টার সিটি। আজ (শুক্রবার) কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে লিডস ইউনাইটেডের ৪-০ গোলের হারে নিশ্চিত হয়ে যায় লেস্টার সিটির প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন। নিয়ম অনুযায়ী ইংলিশ চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুটি দল সরাসরি খেলার সুযোগ পাবে প্রিমিয়ার লিগে। লেস্টার সিটির এখন শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত। কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে হারা লিডস ইউনাইটেড এখনো পর্যন্ত পয়েন্ট তালিকার দুইয়ে আছে; ৪৫ ম্যাচে ৯০ পয়েন্ট তাদের। কিন্তু ম্যাচ বাকি আছে মোটে একটি। অন্যদিকে তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেও ৯৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে লেস্টার সিটি। ৮৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ইপ্সউইচ টাউন। তবে তাদের ম্যাচ বাকি এখনো তিনটি। শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনায় তাই তারাই এগিয়ে। পয়েন্ট টেবিলের পরিস্থিতি জানান দিচ্ছে, দুইয়ে থাকা লিডসের আর কোনো সম্ভাবনা নেই লেস্টার সিটিকে টপকে যাওয়ার। তাই লেস্টারের অন্তত সেরা দুইয়ের পেছনে যাওয়ার আর সুযোগ নেই। লেস্টারের বাকি আছে আরও দুটি ম্যাচ। এই দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতে নেবে তারা। তাই এখন বলাই যায় সবকিছু ঠিক থাকলে আবারও প্রিমিয়ার লিগ মাতাতে দেখা যাবে বাংলাদেশি হামজা চৌধুরীকে। প্রসঙ্গত, বাংলাদেশ দলে হামজা চৌধুরীর জোর সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত