ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রথমবারের মতো এমএলএসের মাসসেরা হলেন মেসি

প্রথমবারের মতো এমএলএসের মাসসেরা হলেন মেসি

বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি ক্লাব ক্যারিয়ারের ঠিকানা বদলেছেন গত বছর। ইউরোপ ছেড়ে তিনি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে, নাম লিখিয়েছেন এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামিতে। ক্লাবটিতে যোগ দিয়েই তিনি দলকে জিতিইয়েছেন লিগ কাপের শিরোপা। এ টুর্নামেন্টে দলকে চ্যাম্পিয়ন করতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। এদিকে গত বছর মিয়ামিতে যোগ দিলেও লিগে মাসসেরার পুরস্কার জোটেনি তার। অবশেষে এ আক্ষেপ ঘুচেছে আর্জেন্টাইন জাদুকরের। প্রথমবারের মতো মেজর লিগ সকারের মাসসেরা ফুটবলার হওয়ার গৌরব অর্জন করেছেন মেসি। এপ্রিল মাসে মিয়ামির জার্সিতে দুর্দান্ত পারফর্ম করার কারণেই এই পুরস্কার পেয়েছেন মেসি।

গত মাসে ইন্টার মিয়ামি ম্যাচ খেলেছে মোট চারটি যার তিনটিতেই জিতেছে আর্জেন্টাইন জাদুকরের দল, আর একটি ম্যাচ হয়েছে ড্র। দলকে অপরাজিত রাখার পাশাপাশি মেসি গোল পেয়েছেন। গত মাসে মিয়ামি প্রতিপক্ষের জালে দিয়েছে মোট ১২ গোল যার ১০টিতেই জড়িয়ে আছে মেসির নাম। মিয়ামির দেয়া ১২ গোল ৬টিই করেছেন মেসি নিজে, আর বাকি ৪টি গোল করতে সতীর্থদের সহায়তা করেছেন তিনি। দুর্দান্ত এমন পারফর্ম্যান্সের কারণেই এবার মাসসেরার পুরস্কার ওঠেছে মেসির হাতে। মেসসেরার পুরস্কার পাওয়া মেসি চলতি মৌসুমে লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও আছেন শীর্ষে। এ মৌসুমে তিনি এখনো পর্যন্ত করেছেন ৯ গোল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত