টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া

প্রকাশ : ০৪ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে অজি দল চ্যাম্পিয়ন হয়েছিল। অস্ট্রেলিয়া ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ফিরেছে। তাদের কাছে শীর্ষস্থান হারানো ভারত ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থান করছে। ১৫ পয়েন্টের ব্যবধান রেখে তিনে ইংল্যান্ড। ১০৩ পয়েন্ট নিয়ে চারে রয়েছে দক্ষিণ আফ্রিকা। র‌্যাঙ্কিংয়ে তৃতীয় থেকে নবম স্থানের কারও কোনও পরিবর্তন হয়নি। বাংলাদেশ ৫৩ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে। ৯৬ রেটিং নিয়ে পাঁচে নিউজিল্যান্ড, পাকিস্তান ষষ্ঠ, শ্রীলঙ্কা সপ্তম ও ওয়েস্ট ইন্ডিজ আট নম্বরে রয়েছে। ভারতের শীর্ষস্থান হারানোর কারণ ২০২০-২১ মৌসুমে অজিদের বিপক্ষে তাদের ২-১ ব্যবধানের সিরিজ জয় বিবেচনার আওতায় পড়েনি। টেস্টে না পারলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই রয়েছে ভারত। এক্ষেত্রে ২০২১ সালের মে থেকে ২০২৩ সালের মে পর্যন্ত হওয়া ম্যাচগুলোর ৫০ শতাংশ এবং পরবর্তী ম্যাচগুলোর শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তিনে থাকা দক্ষিণ আফ্রিকা (১১২) দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার (১১৬) সঙ্গে ব্যবধান কমিয়েছে। তাদের রেটিং পয়েন্টের পার্থক্য চার। তার পর চারে পাকিস্তান (১০৬), পাঁচে নিউজিল্যান্ড (১০১), ছয়ে ইংল্যান্ড (৯৫), শ্রীলঙ্কা সাতে (৯৩) এবং বাংলাদেশ (৮৬) আট নম্বরে।

টি-টোয়েন্টিতে ভারত শীর্ষস্থানে থাকলেও ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয়স্থান হারিয়েছে। ইংল্যান্ড নেমে গেছে তিন নম্বরে। দক্ষিণ আফ্রিকাও দুই ধাপ এগিয়ে চার নম্বরে চলে এসেছে। নিউজিল্যান্ড নেমে গেছে পাঁচে। উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তারা একধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে। পাকিস্তান দুই ধাপ নেমে গেছে। তাদের অবস্থান সপ্তম। শ্রীলঙ্কা অষ্টম আর বাংলাদেশ নবম স্থানে।