ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অভিষেকেই তামিমের ফিফটি, মুগ্ধ সাইফউদ্দিন

অভিষেকেই তামিমের ফিফটি, মুগ্ধ সাইফউদ্দিন

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে কাল মাঠে নেমেছিল টাইগাররা। এ ম্যাচ দিয়েই গত শুক্রবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তরুণ ওপেনার তানজিদ তামিমের। এর আগে গত বছর অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে দলে ছিলেন তামিম। তবে সে টুর্নামেন্টে নিজেকে মেলে ধরতে পারেননি তিরুণ এই ওপেনার। তবে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে নিজের সামর্থ্যরে জানান দিয়েছেন তিনি। সফরকারীদের দেয়া ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কাল দলীয় ৫ রানেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। এরপর অধিনায়ক নাজমুল শান্তও বিদায় নেন ২১ রান করেই। তবে এরপরও টাইগাররা কাল ম্যাচটি জিতে নিয়েছে ৮ উইকেটে। আর জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অভিষিক্ত তামিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ফিফটির দেখা পেয়ছেন তিনি। খেলেছেন ৪৭ বলে ৬৭ রানের দুর্দান্ত এক ইনিংস, ৮ চারের সঙ্গে তিনি হাঁকিয়েছেন দুটি ছয়। অভিষেক ম্যাচেই এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পর তামিমকে প্রশংসায় ভাসিয়েছেন সাইফউদ্দিন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘হ্যাঁ, প্রথম ম্যাচ হিসেবে সে (তানজিদ) যেরকম আগ্রাসী ব্যাট করেছে, সত্যিই প্রশংসনীয়। হয়তো সৌম্য ভাই ফিট থাকলে ও সুযোগ পেত না। ও সুযোগটা কাজে লাগিয়েছে। আশা করব, পরের চারটা ম্যাচেও যেন ধারাবাহিকতা থাকে।’ এদিকে গত শুক্রবারের এই ম্যাচ দিয়েই ১৮ মাস পর জাতীয় দলের জার্সিতে আবার মাঠে ফিরেছেন সাইফউদ্দিন। চোট কাটিয়ে বিপিএল দিয়ে মাঠে ফিরলেও শ্রীলঙ্কা সিরিজের দলে ছিলেন না তিনি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে দলে ফিরেই দুর্দান্ত সূচনা পেয়েছেন তিনি। দারুণ এই পারফরম্যান্সে দারুণ উচ্ছ্বসিত তিনি। সাইফউদ্দিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রায় ১৮ মাস পর আন্তর্জাতিক মাঠে ফিরলাম। আমার জন্য বিষয়টা কঠিন ছিল। যদি আমি বিশ্বকাপের দলে সুযোগ পেতে চাই, আমার জন্য এই পারফরম্যান্সটার বিকল্প নেই। এর আগে ২০২১-২২ (আসলে ২০২২) বিশ্বকাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফরম্যান্সের কারণে। এজন্য অনেক সিরিয়াস ছিলাম। পারফর্ম করতে চাচ্ছিলাম।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত