ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ সিরিজ ও বিশ্বকাপের দল ঘোষণা করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সিরিজ ও বিশ্বকাপের দল ঘোষণা করল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। যা দিয়ে বিশ্বকাপের প্রস্তুতিও সারবে ২০ ওভারের মহারণের সহ-আয়োজকরা। তাই বিশ্বকাপ স্কোয়াড নিয়েই এই সিরিজে খেলতে নামবে স্বাগতিকরা।

বাংলাদেশ সিরিজ ও বিশ্বকাপের জন্য এরমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া কোরি অ্যান্ডারসন খেলবেন বিশ্বকাপেও। তিনি এর আগে নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলেছেন। নিউজিল্যান্ডের ক্রিকেট থেকে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে পাড়ি জমানো অ্যান্ডারসনের খেলেছেন সদ্য সমাপ্ত কানাডা সিরিজেও। কানাডার বিপক্ষে নিজের প্রথম ম্যাচে করেছিলেন ২৮ রান। এরপর আরো একটি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে নিউজিল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার খেলেছেন ৫৫ রানের দারুণ এক ইনিংস। এমন পারফরম্যান্সে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে অ্যান্ডারসনের থাকাটা নিশ্চিতই ছিলই। অ্যান্ডারসন স্কোয়াডে থাকলেও যুক্তরাষ্ট্র ক্রিকেট ও তরুণদের কথা বিবেচনা করে ঘরের মাঠে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন লিয়াম প্লাঙ্কেট। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের ট্রফি জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন লিয়াম প্লাঙ্কেট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত