ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে হতে যাচ্ছে ছেলেদের সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের এই বৃহৎ আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিতে এরইমধ্যে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এমনকি আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, কানাডা, নেপাল ও ওমান। এখনও বাকি বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দেশ। টাইগার সমর্থকদের প্রশ্ন, কবে ঘোষণা হবে লাল সবুজের স্কোয়াড? আইসিসির নির্দেশনা অনুযায়ী, ১ মে’র মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড জমা দিতে হবে। তবে জনসম্মুখে স্কোয়াড ঘোষণার বাধ্যবাধকতা নেই। আর ১৫ সদস্যের যে তালিকা দেয়া হবে, সেখানে ২৫ মে পর্যন্ত যে কোনো দেশের ক্রিকেট বোর্ড চাইলেই পরিবর্তন আনতে পারবে। এমন কি ২৫ মে’র পরও পরিবর্তন আনা যাবে, সেক্ষেত্রে উপযুক্ত কারণ উল্লেখ করে আইসিসি ইভেন্টের টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে। আর যে ক্রিকেটবার বাদ পড়বে, তাকে আর দলে ফেরানো যাবে না। ক্রিকেট বোর্ড আপাতত ২৫ মে’র ডেডলাইনের অপেক্ষায়। ক্রিকেটারদের ইনজুরি পর্যবেক্ষণ করে এর মধ্যেই ঘোষণা দেয়া হবে বিশ্বকাপ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দল চূড়ান্ত হয়ে গেছে, অনুমোদনও পেয়েছে। ‘আমরা তো জানি আমরা দল করে ফেলেছি। আমি জানি না আপনারা কেন বলছেন করা হয়নি। আমার কাছ থেকে তো ওরা (নির্বাচক) একটা দল নিয়ে গেছে। এটা আমি জানি। ওদের (আইসিসি) যে তারিখ আছে সে অনুযায়ী দিয়ে দেয়া হবে। বিশ্বকাপ স্কোয়াডে সাম্ভাব্য খেলোয়াড়দের মধ্যে কয়েক জনের চোট সমস্যা রয়েছে। সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘উদাহরণ স্বরূপ ধরেন সৌম্য সরকার কিছুদিন আগে ইনজুরড। এখন সে বিশ্বকাপের সময় ইনজুরড থাকবে কি থাকবে না তা না যেনে তো দিতে পারছি না। এমন আরও বেশ কয়েকজন খেলোয়াড় আছেন যারা ইনজুরিতে ভুগছেন। তাই এই ইনজুরি ইস্যুটা কনফার্ম না হয়ে স্কোয়াডটা ঘোষণা করতে হয়তো চাচ্ছে না।’ পুরোনো কোনো তারকা ফিরছেন কি না, বা অন্য কোনো চমক থাকছে কি না, সে প্রশ্নে কৌশলী উত্তর বিসিবির সভাপতির। তিনি বলেন, ‘বাংলাদেশের যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবে স্কোয়াড কি হবে। সেরা একাদশও বলে দিবে।’ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও বলেছেন দল চূড়ান্ত হয়ে গেছে। ‘আমাদের একটা দল চূড়ান্ত করা আছেই। সেটাই থাকতে পারে আবার ফিটনেস বা পারফরম্যান্সে এক-দুটি বদল হতেও পারে।’ নাম না দিলেও ফিটনেস ইস্যুতে যে সৌম্যের জন্যই অপেক্ষা তা অনেকটা পরিষ্কার। ১ মে বিশ্বকাপ স্কোয়াড দেয়ার শেষ তারিখ হলেও ২৫ মে পর্যন্ত কোনো কারণ ছাড়াই ইচ্ছামতো বদল আনা যাবে। আইসিসিতে একটা দল জমা দিলেও তাই এখনি ঘোষণা করার বাধ্যবাদকতা নেই। পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ- এই তিন টেস্ট খেলুড়ে দেশ নিচ্ছে এ সুবিধা। যেহেতু সুযোগ আছে জিম্বাবুয়ে সিরিজ পুরোটা দেখা হবে। সৌম্য ছাড়াও উদ্বেগের জায়গা আরও আছে। তার একটি লিটন দাসের ফর্ম। এমনিতে লিটনকে নিয়ে ম্যানেজমেন্টের বেশিরভাগেরই কোনো সংশয় নেই। তিনিই প্রথম পছন্দের ওপেনার। তবে ওয়ানডের ছন্দহীনতা টি-টোয়েন্টিতেও লিটন বয়ে বেড়াচ্ছেন কি না তা নিয়ে কেউ কেউ সন্দিহান। ম্যানেজমেন্টের বিশ্বাস লিটন দ্রুতই রানে ফিরবেন। কিন্তু কোনো কারণে যদি তিনি জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সবগুলোতেই ব্যর্থ হন তবে কি হবে? বাঁহাতি হলেও তখন পারভেজ হোসেন ইমনের সুযোগ এসে যাবে। প্রথম টি-টোয়েন্টিতে লিটন ভালো বলে আউট হয়েছেন বলে কিছুটা সহমর্মীতা পাচ্ছেন। পরের ম্যাচগুলোতে তিনি রান না পেলে যেটা যে বদলে অন্যদিকে ঘুরে যাবে তা বলার অপেক্ষা রাখে না। উদ্বেগের জায়গা আছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি যেমন বল করেছেন তাতে একদম খুশি নয় টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ে করেছে স্রেফ ১২৪ রান, এরমধ্যে ৪ ওভারে ৩৭ দিয়ে দেন রিশাদ। আলগা বল দিয়েছেন অহরহ। ম্যাচের আগের দিন অনুশীলনেও তাকে লেগেছিল বিবর্ণ। আফিফ হোসেনের হাতে একাধিক বাউন্ডারি হজমের পর মাহমুদউল্লাহ বলছিলেন, ‘ও উপরে (শর্ট) বল দিলেই মার খাবে।’ রিশাদের আগ্রাসী ব্যাটিং সামর্থ্যই বিশ্বকাপ দলে থাকার জন্য যে যথেষ্ট হবে না তা স্পষ্ট। বিশ্বকাপ স্কোয়াডে চার পেসার, চার স্পিনার রাখার পরিকল্পনা আছে। যারা আছেন ভাবনায় প্রত্যেকেই ফিটনেস ও পারফরম্যান্স ধরে রাখলে এই আটজন বোলারের মধ্যে সাকিব আল হাসানসহ চারজনই ব্যাটিং পারেন। কাজেই বোলিং অপশন বেশি রাখলেও ব্যাটিং দুর্বল হচ্ছে না। অলরাউন্ডার ছাড়াও তিন ওপেনার এবং আরও চার ব্যাটার মিলিয়ে স্কোয়াডে সাতটি ব্যাটিং অপশন থাকছে। তবে মূল ব্যাটাররা যদি সেরা ছন্দ না দেখান তবে বিশ্বকাপের আগে অস্বস্তি থেকে যাবে নির্বাচকদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত