ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাসপাতাল থেকে ক্লাবে জিকো

হাসপাতাল থেকে ক্লাবে জিকো

আঘাত খুব একটা জটিল নয়। তাই সারা রাত থাকতে হয়নি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে ক্লাবে ফিরে বিশ্রাম নিচ্ছেন কিংসের গোলকিপার আনিসুর রহমান জিকো। আপাতত ভালোবোধ করলেও কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা এখনই বলতে পারছেন না তিনি। গত শনিবার প্রিমিয়ার লিগে ফিরতি পর্বে আবাহনী লিমিটেড ও কিংসের উত্তেজনার ম্যাচে মাথায় আঘাত পান তিনি। কিংস অ্যারেনায় ঘটনাটি ঘটে ১৯ মিনিটে। মিলাদ শেখের বাঁ পায়ের সাইড ভলি জিকো দ্বিতীয় প্রচেষ্টায় প্রতিহত করেছিলেন। এ সময় আবাহনীর সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্টের বুট জিকোর কপালে আঘাত করে। মাথা ফেটে রক্ত পড়তে দেখা যায়। তার পরেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয় তাকে। ঘটনার দিন এভারকেয়ার হাসপাতালে নিয়ে জিকোর কপালে কসমেটিক সার্জারি করতে হয়েছে। সিটি স্ক্যান করে নেতিবাচক কিছু পাওয়া যায়নি। তাই রাতে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখার কথা জানানো হলেও পরে সেটার প্রয়োজন পড়েনি। জিকোর কথায়, ‘আমি আগের চেয়ে ভালো আছি। সুস্থ বোধ করছি। তবে এখনই মাঠের অনুশীলনে নামতে পারব না। আগামী মঙ্গলবার আবার ডাক্তার দেখবেন। তখনই জানা যাবে সবশেষ অবস্থা। তবে মাঠের অনুশীলনে থাকতে না পেরে একটু খারাপ লাগছে।’ শনিবার মোহামেডানের বিপক্ষে ময়মনসিংহে খেলবে কিংস। ওই ম্যাচে জিতলেই টানা পঞ্চমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হবে তারা। তবে কিংসের আগামী ম্যাচে আনিসুরের খেলার সম্ভাবনা নেই বলে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত