ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবন্ধু কাপ কাবাডিতে দ. কোরিয়া, পাকিস্তান

বঙ্গবন্ধু কাপ কাবাডিতে দ. কোরিয়া, পাকিস্তান

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে আসছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান। ২৩ মে থেকে ৪ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে চতুর্থ আসর। সেখানেই ইউরোপ, আফ্রিকা ও এশিয়া- এই তিন মহাদেশের ১১টি বিদেশি দলের সঙ্গে লড়াই করবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ইউরোপের পোল্যান্ড, আফ্রিকার কেনিয়া এবং এশিয়ার দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ। প্রথমবারের মতো অংশ নেবে সবশেষ দুই বিশ্বকাপে সেমিফাইনাল খেলা দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড এবং এশিয়ান কাবাডির পরাশক্তি পাকিস্তান। গত সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্স সভাকক্ষে বৈঠক শেষে এই তথ্য জানান কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক, ডিএমপি কমিশনার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান। তবে আসছে না আগের আসরে খেলা লাতিন আমেরিকার আর্জেন্টিনা, ইউরোপের ইংল্যান্ড ও এশিয়ার চাইনিজ তাইপে। বিদেশি দলগুলো আসবে ২৩ ও ২৪ মে। ২৫ মে ম্যানেজার্স মিটিংয়ে হবে গ্রুপিং ও ফিকশ্চার। খেলা হবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। জানা গেছে, চলতি বছর বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫০ বছর পূর্তি। সেই কারণে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসরকে বর্ণিল রূপ দিতে চায় ফেডারেশন। সারাদেশে একযোগে কাবাডি উৎসব করার পরিকল্পনা রয়েছে, হবে আতশবাজি- জানিয়েছেন কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত