ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাকিবের নতুন কীর্তি

সাকিবের নতুন কীর্তি

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। আইপিএল-বিগ ব্যাশসহ বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে সদর্পে বিচরণ করেন এই অলরাউন্ডার। ক্রিকেটের এই ফরম্যাটে টাইগাররা দল হিসেবে ধুঁকলেও সাকিব নিজেকে আলাদাভাবেই প্রমাণ করেছেন। লাল-সবুজের ক্রিকেটে রেকর্ডের বরপুত্র বলা হয় তাকে। তার ঝুলিতে আছে অজস্র ব্যক্তিগত রেকর্ড। সেই রেকর্ডের পাতা রাঙিয়েই চলেছেন বিশ্বখ্যাত এই অলরাউন্ডার। আগের ম্যাচে মাঠে নেমে পাঁচ বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন সাকিব। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয় ৯ চার ও ৭ ছক্কায় ৭৯ বলে ১০৭ রান করেছিলেন তিনি। গতকাল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচে বল হাতে নতুন এক কৃর্তী গড়েছেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। ২ উইকেট নিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের শাহাদাত দিপু ও জাকির হাসানের উইকেট নিয়ে সাকিব পূর্ণ করেন ৪০০ উইকেট। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে সাকিব এই কীর্তি গড়েছেন। তার আগে এই মাইলফলক প্রথম স্পর্শ করেছিলেন স্পিনার আব্দুর রাজ্জাক। দ্বিতীয় বোলার হিসেবে মাশরাফি বিন মর্তুজা লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট পেয়েছিলেন। তাদের পর সাকিব আজ ঢুকলেন এলিট ক্লাবে।

৪০০ উইকেট স্পর্শে রাজ্জাকের লেগেছিল ২৬৯ ম্যাচ। মাশরাফির ২৮৭। আর সাকিব আজ খেলছেন নিজের ৩০৮তম ম্যাচ। তিনজন ভিন্ন ভেন্যুতে এ রেকর্ড ছুঁয়েছিলেন। রাজ্জাক মিরপুরে, মাশরাফি বিকেএসপিতে ও সাকিব ফতুল্লায়। বাংলাদেশের ক্রিকেটের সুপারস্টার ঘরোয়া ক্রিকেট খেলেন বা খেলার সুযোগ পান খুবই কম। যখনই পান নিজেকে মেলে ধরেন দারুণভাবে। ওয়ানডে ক্রিকেটে সাকিবের উইকেট ৩১৭টি। বাকি ৮৩ উইকেট সাকিব পেয়েছেন স্বীকৃতি প্রতিযোগিতায়। উইকেট সংখ্যায় মাশরাফি এখনো সবার চেয়ে এগিয়ে। ৩৪৩ ম্যাচে ডানহাতি পেসার পেয়েছেন ৪৬৮ উইকেট। আব্দুর রাজ্জাক ২৮০ ম্যাচে পেয়েছেন ৪১২ উইকেট। ক্যারিয়ারের শেষ পর্যন্ত সাকিব মাশরাফিকে ছাড়িয়ে যেতে পারেন কিনা সেটাই দেখার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত