ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় কারাতে শুরু

জাতীয় কারাতে শুরু

একক কাতায় নৈপুণ্য প্রদর্শন করছেন কেউ। আবার প্রতিপক্ষের সঙ্গে লড়ছেন মুষ্টিযুদ্ধে। দলগত কাতায় একের পর এক কারাতেকারা নিজেদের সেরা পারফর্ম করে দেখাচ্ছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই শতাধিক কারাতেরকার অংশগ্রহণে শুরু হয়েছে জাতীয় মার্শাল আর্ট কারাতে প্রতিযোগিতা ও জাতীয় সিতোরিও কারাতে প্রতিযোগিতা। বাংলাদেশ সিতোরিও কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ও মার্শাল আর্ট কনফেডারেশনের সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আবুল হোসেন।

এ সময় পিপলস ইউনিভার্সিটির বোর্ড অব ডিরেক্টর নাজমুল হাসান, মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ জামান মনি ও সিতোরিও কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত