ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শাস্ত্রীর চোখে বিশ্বকাপে ভারতের মূল অস্ত্র

শাস্ত্রীর চোখে বিশ্বকাপে ভারতের মূল অস্ত্র

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে সাবেক চ্যাম্পিয়ন ভারত। ১৫ সদস্যের সেই দলে জায়গা পেয়েছেন শিবম দুবে। দলে জায়গা পাবেন কি পাবেন না, সে চিন্তায় গেল কয়েক রাতে ঘুমোতে পারেননি মুম্বইয়ের ৩০ বছরের এই ক্রিকেটার। যিনি আইপিএলে খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। ফ্র্যাঞ্জাইজিটির হয়ে গত দুই আসরে নজর কেড়েছেন তিনি। মহেন্দ্র সিংহ ধোনির সংস্পর্শে থেকে গত ১৪ মাসে আমূল বদলে গিয়েছে তার ক্যারিয়ার। চলতি আইপিএলে বিস্ফোরক ব্যাটিংয়ে ভারতের নির্বাচকদের নজর খুব ভালোভাবেই কাড়তে পেরেছেন শিবম দুবে। দেশের ক্রিকেটে আলোচনার ঝড় তুলে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গাও করে নিয়েছেন তিনি।

বৈশ্বিক আসরে দারুণ কিছু করে দেখাবেন এই ব্যাটিং অলরাউন্ডার, আশায় আছেন রবি শাস্ত্রী। ভারতের সাবেক অলরাউন্ডার ও কোচের বিশ্বাস, বিশ্বকাপে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দুবে। আইপিএলের সবচেয়ে বিধ্বংসী মিডল অর্ডার ব্যাটসম্যানদের একজন এখন দুবে। চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটার এবার ১১ ম্যাচ ১৭০.৭৩ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৫০। নামের পাশে ফিফটি তিনটি। এবারের আসরে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তার ২৬ ছক্কার চেয়ে বেশি মারতে পেরেছেন সানরাইজার্স হায়দরাবাদের হাইনরিখ ক্লসেন (৩১) ও অভিশেক শার্মা (২৯) এবং কলকাতা নাইট রাইডার্সের সুনিল নারাইন (৩২)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত