ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ওয়েস্ট হ্যাম ছাড়ছেন ময়েস

ওয়েস্ট হ্যাম ছাড়ছেন ময়েস

লন্ডন প্রতিদ্বন্দ্বী চেলসির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার মাত্র এক দিন পরেই ময়েসের ক্লাব ছাড়ার এ ঘোষণা এলো। ওয়েস্ট হ্যামের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কের অবসান ঘটাতে যাচ্ছেন কোচ ডেভিড ময়েস। এই মৌসুম শেষেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। সমঝোতার ভিত্তিতে আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লন্ডন প্রতিদ্বন্দ্বী চেলসির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার মাত্র এক দিন পরেই ময়েসের ক্লাব ছাড়ার এ ঘোষণা এলো। প্রিমিয়ার লিগের ক্লাবটি এ তথ্য নিশ্চিত করেছে। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, ‘২০২৩/২৪ মৌসুমের পর ক্লাবের সাথে সমঝোতার ভিত্তিতে ডেভিড ময়েস ওয়েস্ট হ্যাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় তার সাথে বর্তমান চুক্তির মেয়াদও শেষ হয়ে যাবে।’ রিয়াল মাদ্রিদ, উল্ফস, ও স্পেনের সাবেক ম্যানেজার জুলেন লোপেতেগুই ময়েসের স্থলাভিষিক্ত হতে রাজি হয়েছেন বলে খবরে জানানো হয়েছে। চেলসির বিপক্ষে পরাজয়টি ছিল এবারের আসরে টানা পঞ্চম এ্যাওয়ে পরাজয়। যেখানে ওয়েস্ট হ্যাম পাঁচ গোল হজম করেছে। এর আগে, আরেক লন্ডন ক্লাব ক্রিস্টাল প্যালেস ৫-২ গোলে হ্যামার্সদের বিধ্বস্ত করেছে। টানা দুই অ্যাওয়ে ম্যাচে বড় এই পরাজয়ে ময়েসের ওপর চাপ আরও বেড়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত