ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বায়ার্নের গোলটি কি সত্যি অফসাইড ছিল?

বায়ার্নের গোলটি কি সত্যি অফসাইড ছিল?

আরো একটি রোমাঞ্চকর গল্প লিখেছে রিয়াল মাদ্রিদ। নাটকীয় এক ম্যাচে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কার্লো আনচেলত্তির দল। তবে এমন ম্যাচের পর প্রশ্ন উঠেছে শেষ মুহূর্তে ম্যাথিয়াস ডি লিখটের অফসাইডে বাতিল হওয়া গোল নিয়ে। কিন্তু আসলেই কী হয়েছিল? তখন মূলত যোগ করা সময়ের ১৩ মিনিটের খেলা চলছিল। সেই সময় একটি সুযোগ পায় বায়ার্ন। মিডফিল্ডার জশুয়া কিমিখের দূরপাল্লার পাস হেড করে ম্যাথিয়াস ডি লিটকে দেন টমাস মুলার। কিমিখ পাসটি দেওয়ার সময় মুলার ও ডি লিট রিয়ালের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দৌড় শুরুর সময় অফসাইড হন। লাইনসম্যান অফসাইডের পতাকা তোলেন মুলারের হেড থেকে ডি লিট গোল করার আগেই। তখন বাঁশি বাজান রেফারি মার্চিনিয়াক। অফসাইডের সংকেত দেখানোয় রিয়ালের খেলোয়াড়রা আগেই গোলটি বাতিল বলে ধরে নিয়েছিলেন। রেফারিও লাইন্সম্যানের সংকেতটা মেনে নিয়ে খেলা চালিয়ে যান। তবে রিপ্লেতে দেখা গেছে সিদ্ধান্তটা বেশ ক্লোজ ছিল। ওই গোলটি আসলেই অফসাইড ছিল কি-না সেটি নিয়ে এখনও মতভেদ দেখা যাচ্ছে। খেলা চলাকালে রেফারি বাঁশি বাজানোয় সেটি অফসাইড হয়েছিল কি-না, তা পরীক্ষা করে দেখার এখতিয়ার ছিল না ভিএআরের। তাই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও (ভিএআর) এ ব্যাপারে মতামত জানায়নি। তবে গোলটি হলেই সেমিফাইনালের দ্বিতীয় লেগ গড়াত অতিরিক্ত সময়ে। তেমনটি না হওয়ায় ৪-৩ গোলের ব্যবধানে ফাইনালে উঠে গেছে রিয়াল। তবে ম্যাচ শেষে আপত্তি জানিয়েছে বায়ার্ন। তাদের ভাষ্য, অফসাইডের এমন ক্লোজ কলের ক্ষেত্রে লাইন্সম্যানদের সাধারণত আগে সিদ্ধান্ত দিতে দেখা যায় না। গোলের সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এ ধরনের পরিস্থিতিতে লাইন্সম্যান ফ্ল্যাগ না উঁচিয়ে খেলা চালিয়ে যাবেন- এমনটাই হওয়ার কথা। কারণটি হলো, কোনো কারণে গোল হলেও সেটি পরে ভিএআরের বাতিল করার ক্ষমতা আছে। তবে এক্ষেত্রে যেহেতু এমনটি হয়নি তখন রেফারির আর ভিএআরের কাছে যাওয়ার সুযোগ ছিল না। ম্যাচ শেষে এখন চলছে রিয়াল মাদ্রিদের উদযাপন; সঙ্গে হোসেলু বন্দনা। অন্যদিকে, রেফারির সিদ্ধান্ত নিয়ে চটেছেন বায়ার্ন মিউনিখ ক্লাব সংশ্লিষ্টরা। ভক্তরাও নাখোশ। এমন হার মানতে নারাজ বায়ার্ন কোচ টমাস টুখেল। তিনি বলেছেন, ‘আমরা প্রায় পৌঁছেই গিয়েছিলাম (ফাইনালে), একদম নাগালেই ছিল। এরপর আমাদের সেরা ফুটবলার অস্বাভাবিক একটু ভুল করে ফেলায় খেলায় সমতা ফিরল, এরপর আমরা আরেকটি গোল হজম করলাম যোগ করা সময়ে। এরপর আমরাও গোল করেছিলাম, কিন্তু লাইন্সম্যান ও রেফারি জঘন্য একটি সিদ্ধান্ত দিলেন। দিনশেষে মনে হচ্ছে, আমাদের সঙ্গে যেন বিশ্বাসঘাতকতা করা হয়েছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত