প্রথমবার চ্যাম্পিয়ন্স কাপ বাস্কেটবল

প্রকাশ : ১০ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আজ এই জেলায়, তো কাল অন্য জেলায়। নিজস্ব ভেন্যু হারিয়ে আজ যাঁযাবর হয়ে পড়েছে দেশের বাস্কেটবল। তাই বলে খেলা থেমে থাকেনি। দেশের বিভিন্ন ভেন্যুতে নিজেদের খেলা চালিয়ে যাচ্ছে বাস্কেটবল।

সেই ধারাবাহিকতায় যশোরে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে প্রথম চ্যাম্পিয়ন্স কাপ বাস্কেটবল লিগের। যশোর জেলা ক্রীড়া সংস্থার অধীনস্ত জিমন্যাশিয়ামে ২৫-৩১ মে অনুষ্ঠিত হবে ছয় দলের এই লিগ। দলগুলো হলো- বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, বিকেএসপি ও চট্টগ্রাম জেলা দল। সিঙ্গেল লিগ পদ্ধতির খেলা শেষে সেরাদের নিয়ে জাতীয় দল গঠন করা হবে ফিবা (আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন) এশিয়ান কোয়ালিফাইং টুর্নামেন্টের জন্য। এই রাউন্ডে ভাল করতে পারলেই মিলবে এশিয়ান কাপে খেলার সুযোগ।

এছাড়া সেরাদরে বাছাই করা এই দলটিই নিয়েই সাবা (দক্ষিণ এশিয় বাস্কেটবল) চ্যাম্পিয়নশিপে ফের শিরোপা জেতার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সাবা বাস্কেটবল চ্যাম্পিযনশিপের খেলা।