আজ কিংসের মুখোমুখি মোহামেডান

আবাহনীকেও রুখে দিল পুলিশ

প্রকাশ : ১১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ঘরোয়া ফুটবলের চলতি মৌসুমে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চলেছে বাংলাদেশ পুলিশ এফসি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচে ঢাকা আবাহনীকে রুখে দিয়েছে সার্ভিসেস দলটি। এর আগে শেখ জামাল ও মোহামেডানের সঙ্গে ড্র করেছিল পুলিশ। গতকাল শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এগিয়ে থাকা ঢাকা আবাহনীর সঙ্গে ১-১ গোলের ড্র করে তারা। এই ম্যাচে জয় পেলে মোহামেডানের সমান পয়েন্ট হয়ে যেতো আকাশী-হলুদদের। কিন্তু পুলিশ তা হতে দেয়নি। ম্যাচের মাত্র সাত মিনিটে সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্টের গোলে এগিয়ে ছিল আবাহনীই। যখন তারা জয় নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময়ে আঘাত হানেন পুলিশের ফরোয়ার্ড এমএস বাবলু। ম্যাচের শেষ দিকে (৮৭ মিনিট) তার গোলেই আবাহনীর পয়েন্টে ভাগ বসায় পুলিশ। ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আবাহনী। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পরের স্থানেই রয়েছে পুলিশ। একই দিনে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত শেখ রাসেলের সঙ্গে ১-১ গোলের ড্র করে রহমতগঞ্জ। ৫৫ মিনিটে ঘানাইয়ান ফরোয়ার্ড আর্নেস্ট বুয়েটাংয়ের গোলে এগিয়ে যায় পুরান ঢাকার ক্লাবটি (১-০)। কিন্তু তাদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেননি বালাভোনিচ। মিনিট সাতেক পর সার্বিয়ান এই ফরোয়ার্ডের গোলে ম্যাচ ড্র করে শেখ রাসেল (১-১)। লিগে প্রথম দেখায় দুই দলের লড়াইটি শেষ হয়েছিল গোলশূণ্য ড্র’য়ে। এই ড্রয়ের ফলে ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে অলব্লুজরা। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে নবমে রহমতগঞ্জ। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কিংসের মুখোমুখি হবে মোহামেডান। ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচ জিততে পারলেই ৪০ পয়েন্ট নিয়ে আরও একটি লিগ শিরোপা উৎসব করতে পারবে কিংসরা। তবে ড্র করলে অপেক্ষা বাড়বে লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।