ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বকাপের আগেই কোচের সন্ধানে ভারত

বিশ্বকাপের আগেই কোচের সন্ধানে ভারত

গত বছর ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাশা পূরণ হয়নি ভারতের। দরজায় কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ইতোমধ্যে দল ঘোষণা করেছে ভারত। যেখানে রোহিতের নেতৃত্বে খেলবে ম্যান ইন ব্লুরা। তার আগেই নতুন কোচের সন্ধানে নেমেছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা-বিরাট কোহলিদের নতুন প্রধান কোচ চেয়ে খুব শিগগিরই বিজ্ঞাপন দিবে বিসিসিআই। বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তির মেয়াদ আছে ২০২৪ সালের জুন পর্যন্ত। সেই চিন্তা করেই নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিতে চলেছে বিসিসিআই। বোর্ডের সদস্য সচিব জয় শাহ জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই আবেদন আহ্বান করবেন তারা, ‘আমরা আগামী ক’দিনের মধ্যেই আবেদন চাইব। রাহুল দ্রাবিড়ের মেয়াদ জুনে শেষ। তিনিও যদি আবেদন করতে চান, করতে পারবেন।’ জয় শাহ নিশ্চিত করেছেন, নতুন প্রধান কোচের দায়িত্ব হবে আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। নতুন প্রধান কোচ নিয়োগ সাপেক্ষে বাকি সাপোর্ট স্টাফ নিয়োগ দেয়া হবে। তবে একেক সংস্করণে একেক কোচ নিয়োগের সম্ভাবনা নেই। তিনি জানান, ক্রিকেট পরামর্শক কমিটির বাছাই করা কোচ নিয়োগ করবে ভারতীয় বোর্ড, ‘আমরা তিন বছরের মেয়াদের জন্য কোচ চাইছি।

আমাদের বিভিন্ন সংস্করণে বিভিন্ন কোচ নেয়ার নজির নেই। আমাদের সব সংস্করণে খেলা অনেক ক্রিকেটার আছে। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নেবে ক্রিকেট পরামর্শক কমিটি। তাদের সিদ্ধান্ত আমি বাস্তবায়ন করব।’ সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পরই চুক্তির মেয়াদ শেষ হয়েছিল রাহুল দ্রাবিড়ের। তবে দলের প্রয়োজনে বিশেষ বিবেচনায় তার মেয়াদ চলতি বছরের জুন মাসের শেষ পর্যন্ত বর্ধিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বোর্ডের লক্ষ্য ছিল, অন্তত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রাহুলের হাতেই ভারতীয় দলের দায়িত্ব থাক। যেন সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে ভারতকে ভালো একটি রেজাল্ট এনে দিতে পারেন তিনি। অন্য কোচের হাতে দায়িত্ব দিলে হয়তো তার সবকিছু বুঝে উঠতে কিছুটা সময় লাগবে এবং বিশ্বকাপের জন্য দল গুছাতে দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারেন। যে কারণে রাহুলের মেয়াদ বাড়ানোকেই বেশি যৌক্তিক মনে করেছে সংস্থাটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত