ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যে রেকর্ড ডাকছে সাকিবকে

যে রেকর্ড ডাকছে সাকিবকে

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। আইপিএল-বিগ ব্যাশসহ বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে সদর্পে বিচরণ করেন এই অলরাউন্ডার। ক্রিকেটের এই ফরম্যাটে টাইগাররা দল হিসেবে ধুঁকলেও সাকিব নিজেকে আলাদাভাবেই প্রমাণ করেছেন।

লাল-সবুজের ক্রিকেটে রেকর্ডের বরপুত্র বলা হয় তাকে। তার ঝুলিতে আছে অজস্র ব্যক্তিগত রেকর্ড। সেই রেকর্ডের পাতা রাঙিয়েই চলেছেন বিশ্বখ্যাত এই অলরাউন্ডার। আসছে জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এরই মধ্যে বেশিরভাগ দেশ দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনো দল ঘোষণা করেনি। তবে টাইগাররা দল ঘোষণা না দিলে অলরাউন্ডার সাকিব আল হাসানের দলে থাকা নিশ্চিত। তাই এবারের বিশ্বকাপে সাকিব খেললে নতুন এক কীর্তি গড়বেন। বাংলাদেশের পোস্টার বয় ব্যক্তিগত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন। এবার তার সেই তালিকায় যুক্ত হওয়ার দ্বারপ্রান্তে আরেকটি অনন্য রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে আর তিনটি উইকেট নিলেই সাকিব বিশ্বের প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়বেন। আবার সাকিব ক্রিকেটের ছোট এই ফরম্যাটের বিশ্বকাপের বাংলাদেশ ও বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারিও। বর্তমানে তার উইকেট সংখ্যা ৪৭টি। এদিকে এই তালিকার দৌড়ে সাকিবের সঙ্গে শীর্ষ পাঁচ উইকেট শিকারি সবাই অবসর নিয়েছেন। বিশ্বকাপে খেলবেন- এমন ক্রিকেটারের মধ্যে সাকিবের পর আছেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তালিকায় ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার উইকেট সংখ্যা ৩১টি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষ ১০ এ আছেন সাকিব। অষ্টম স্থানে থাকা সাকিব ৩৬ ইনিংসে ২৩.৯৩ গড় আর ১২২ স্ট্রাইক রেটে রান করেছেন ৭৪২। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান এসেছে ভারতের বিরাট কোহলির ব্যাট থেকে। ২৫ ইনিংসে তার রান ১১৪১। এছাড়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আরও একটি রেকর্ড গড়তে যাচ্ছেন। ২০০৭, ২০০৯, ২০১০, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২- পূর্বের ৮ টি আসরেই খেলেছেন এমন ক্রিকেটারের সংখ্যা কেবল ২।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত