ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেপাল গেল টিটি দল

নেপাল গেল টিটি দল

প্যারিস অলিম্পিকে চোখ রেখে সাউথ এশিয়ান রিজিওনাল অলিম্পিক কোয়ালিফিকেশনে খেলতে গতকাল শনিবার নেপাল গেল ছয় সদস্যের টেবিল টেনিস দল। যার মধ্যে চারজন খেলোয়াড় ও দুইজন কোচ ও ম্যানেজার। অলিম্পিক কোয়ালিফাইং বলেই কোনো খামতি রাখতে চায়নি ফেডারেশন। তাই র‍্যাংকিংয়ের সেরাদের কাঠমান্ডুতে পাঠানো হয়েছে। নেপালে যাওয়া দলের সদস্যরা হলেন- পুরুষদের র‍্যাংকিংয়ে ১ ও ২ নম্বর খেলোয়াড় রামহিম লিওন বম ও মুহতাসিন আহমেদ হৃদয় এবং মেয়েদের র‍্যাংকিংয়ে থাকা ১ ও ২ নম্বর সাদিয়া রহমান মৌ ও সোনাম সুলতানা সোমা। এই টুর্নামেন্ট থেকে একজন করে ছেলে ও মেয়ে প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে। ফলে এই অঞ্চলের সাত দেশ তাদের সেরা দুইজন করে ছেলে ও মেয়েদের পাঠিয়েছে এই প্রতিযোগিতায়। ভারত সরাসরি যোগ্যতা অর্জন করায় এই টুর্নামেন্টে খেলতে হচ্ছে না। এছাড়া ভুটান নিবন্ধন না করায় বাকি পাঁচ দেশ স্বাগতিক নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ অংশ নিচ্ছে।

শুধুমাত্র একক ইভেন্টে খেলা হবে। খেলাটি দুই গ্রুপে ভাগ হয়ে লিগভিত্তিক, পরবর্তীতে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ক্রস সেমি এবং শেষে ফাইনাল খেলবে। নেপাল যাওয়ার আগে কোচ মোহাম্মদ আলী বলেন, ‘২০ দিন নিবিড় অনুশীলনের পরেই ছেলে মেয়েরা খেলতে যাচ্ছে। আশাকরি তারা ভালো কিছু করে দেখাতে পারবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত