বিশ্বকাপ দলে তাসকিনকে নিয়ে অনিশ্চয়তা

প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হতে আর মাত্র ১৮ দিন বাকি। অংগ্রহণকারী বেশিরভাগ দেশ দল ঘোষণা করলেও এখনো স্কোয়াড দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার মড়ার ওপর খড়ার খা হিসেবে যুক্ত হয়েছে পেসার তাসকিন আহমেদের চোট। গতকাল রোববার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ হওয়ায় আজ বিশ্বকাপের দল ঘোষণার কথা। কিন্তু পেস আক্রমণের অন্যতম ভরসা তাসকিনকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিরিজ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন না তাসকিন। অবশ্য পরে তাকে দেখা গেল ড্রেসিং রুমের সামনে সিরিজ সেরার ‘ডামি চেক’ হাতে নিয়ে হাসিমুখে ছবি তুলতে। তবে সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা উদ্বেগটুকু তার কণ্ঠে ফুটে উঠল মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময়। অপেক্ষমাণ সংবাদকর্মীদের তিনি বললেন, তার বিশ্বকাপ খেলার সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি।’ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটিতে রোববার মাঠে নামেননি তাসকিন। ধারণা করা হচ্ছিল, টানা চার ম্যাচ খেলায় হয়তো বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ পেসারকে। কিন্তু পরে জানা গেল, থাবা দিয়েছে তার পুরোনো শত্রু ‘সাইড স্ট্রেইন।’ শেষ ম্যাচ চলার সময়ই স্ক্যান করানো হয়েছে তার। গত শুক্রবার চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় ওই চোট পান তাসকিন। সেই চোটই এখন তার বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। তিনি নিজেই জানালেন, ব্যথা অনুভব করছেন এখনো। সিরিজ শেষে পুরো দলের সঙ্গে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সভা থেকে বেরিয়ে তাসকিনের চোট নিয়ে তার কন্ঠেও প্রবল অনিশ্চয়তার আভাস, ‘আজকেই আমরা খোঁজ নিয়েছে। আমরা শুনেছি ওর একটা চোট আছে। কাল সকালে রিপোর্ট হাতে পাওয়ার পর আমাদের দেখতে হবে যে ওর কতদিন লাগতে পারে। ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার সুযোগ আছে কি না। সাধারণত দুই-তিন সপ্তাহ বিশ্রাম দিবে। যদি এটা দুই সপ্তাহ হয়, তখন কী করব। যদি তিন সপ্তাহ হয়, তখন কী করব। এটাকে বাড়ানোর কোনো সুযোগ আছে কি না। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে কথা বলব, এখনই যোগাযোগ করব। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস আর যদি আসলেই দেরি হয় তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। অন্তত কালকে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট পাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখনো রিপোর্ট হাতে আসেনি।’ যখনই ছন্দে থাকেন তখনই চোটে পড়েন এই পেসার। এই চোটের কারণে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি তার। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের দুশ্চিন্তা তাসকিনকে নিয়ে। দেশের ১ নম্বর ফাস্টবোলার কি যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টুর্নামেন্টটি খেলতে পারবেন? এ সম্পর্কে বিসিবি সভাপতি আরো বলেন, ‘আমাদেরও কপাল মন্দ। বিশ্বকাপ আসছে, এখনি তাসকিনকে চোটে পড়তে হলো? এর আগে ওয়ানডে বিশ্বকাপে আমরা ইবাদত হোসেনকে পাইনি।’