ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ম্যাচ শেষেই সাকিবের অনুশীলন

ম্যাচ শেষেই সাকিবের অনুশীলন

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। শেষ দুই ম্যাচ খেললেও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে না পারলেও বোলিংটা ছিল দারুণ। সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাট হাতে ১ রান করা সাকিব শেষ ম্যাচে ১৭ বলে ২১ রান করেন। তাই নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন এই অলরাউন্ডার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাকিব ব্যাটিং ঘাটতি হয়তো অনুভব করছিলেন প্রবলভাবে। তাই আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। অপেক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সারার। সেটি শেষ হতে সাকিব আল হাসানের গন্তব্য মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেট! গতকাল রোববার মিরপুরে ম্যাচ শেষ করে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনে নামেন এই তারকা। একজন নেট বোলারকে সঙ্গে নিয়ে ব্যাটিং অনুশীলন শুরু করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সিকান্দার রাজা ও ব্রায়ান বেনেটের ব্যাটের ঝাঁজে হারার পর পুরস্কার বিতরণীর আনুষ্ঠানিকতা শেষ হতেই সাকিব প্রস্তুত হয়ে ঢুকেন মাঠে। সেন্টার উইকেটে নেটে থ্রো ডাউনে বড় শটের প্রস্তুতি নিতে দেখা যায় তাকে। এই সময় সাকিবের ব্যাটিং তদারকিতে ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প।

দুপুর ২টা ২৫ মিনিট পর্যন্ত নেটে ব্যাট করে বেরিয়ে যান তিনি। গত ওয়ানডে বিশ্বকাপের সময় চোখের সমস্যায় পড়েন সাকিব। চোখের সমস্যায় বিপিএলে শুরুতে ব্যাট করতেও ভুগেন তিনি। চিকিৎসা করিয়ে ছন্দ পেয়ে রানও করেন। তবে বড় মঞ্চে তার ব্যাটে অস্বস্তি থাকবে কি না, তা এখনো নিশ্চিত নয়। সব কিছু ঠিক থাকলে টানা নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সাকিব। বোলিংয়ের পাশাপাশি তার ব্যাটিং ভীষণ গুরুত্বপূর্ণ, তা এই ক্রিকেটারের ব্যাটিং অনুশীলন দেখেই বোঝা যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি কী করবেন? তা বলে দেবে সময়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত