বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা আজ

তাসকিনের জন্য অপেক্ষা, বিকল্প কে?

প্রকাশ : ১৪ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণের সর্ববৃহৎ আসরের আগে তাই প্রস্তুতির জন্য ডাকা জিম্বাবুয়েকে। সফরকারিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ঘোষণা হবে বিশ্বকাপের স্কোয়াড। এমন গুঞ্জন ছিল অনেক দিন ধরেই। গত রোববার সিরিজ শেষ হলেও বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসছে কুড়ি ওভারের বিশ্বসেরার আসর। বিশ্বকাপের জন্য এরই মধ্যে অধিকাংশ দল ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। সবশেষ গতকাল সোমবার দল ঘোষণা হবে এমন গুঞ্জন ছিল। কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে দলের গুরুত্বপূর্ণ পেসার তাসকিন আহমেদকে নিয়ে। সাইড স্ট্রেনের চোটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে খেলা হয়নি তাসকিন আহমেদের। চোটের অবস্থা জানতে বিসিবি তার পরীক্ষা করায়। জানা যায়, স্ক্যান রিপোর্ট হাতে পেয়েছে তারা। যেখানে তাসকিনের পেশিতে চিড় ধরা পড়েছে। বিসিবির একটি সূত্রের বরাত দিয়ে এমনটায় জানায় দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিনের স্কোয়াডে পাওয়া নিয়ে অনিশ্চয়তা! তবে বিসিবি তার জন্য অপেক্ষা করতে চায়। একান্তই তাসকিন খেলতে না পারলে তার পরিবর্তে সুযোগ পাবার দৌড়ে এগিয়ে রয়েছেন হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। তবে শেষ মুহূর্ত পর্যন্ত তাসকিনের অপেক্ষায় নির্বাচকরা। সেই অপেক্ষার অবসান ঘটবে আজ। দুপুর সাড়ে ১২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘোষণা করা হবে বিশ্বকাপের দল। গতকাল সোমবার এক বিবৃতিতে দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। আইসিসির বেঁধে দেয়া সূচি অনুযায়ী, পহেলা মে’র মধ্যে বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াড ঘোষণা করতে হতো। অন্যান্য দলগুলোর মতো বিসিবিও নির্ধারিত সময়ে দল বাছাই করে আইসিসির কাছে পাঠিয়েছে। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। আজ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। এই স্কোয়াডেও পরিবর্তনের সুযোগ রয়েছে। ২৫ মে’র মধ্যে স্কোয়াডে পরিবর্তন করা যাবে, কোনো কারণ ছাড়াই। এ সময়ের পরও পরিবর্তন করা যাবে। প্রয়োজন হবে আইসিসির অনুমোদনের। বাংলাদেশ দলের বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন, যারা চোটপ্রবণ। তাদেরই একজন তাসকিন আহমেদ। গত রোববার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টির আগে চোটে পরেন। পরে তাসকিনকে পাঠানো হয় হাসপাতালে। গতকাল সোমবার তার পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পাঠানো হয়েছে আমেরিকায়। সেখানকার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাসকিনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। নির্বাচক প্যানেলের এক সদস্য বলেন, ‘রিপোর্ট আমেরিকায় চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। যেহেতু দল সেখানে থাকবে, তাই ওই দেশের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।’ নির্বাচকরা দুই দিক বিবেচনা করেই এগোচ্ছেন। অর্থাৎ তাসকিন থাকলে একরকম আর না থাকলে আরেকরকম, দুটি বিষয়কে সামনে রেখে নির্বাচকরা এগোচ্ছেন। এরইমধ্যে বিকল্প পেসারদের সঙ্গে টিম ম্যানেজম্যান্টের সদস্যরা কথা বলছেন। জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন তাসকিন। ৪ ম্যাচ খেলে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন এই পেসার। প্রতি ম্যাচেই বল হাতে ছিলেন ভীষণ কৃপণ। চোট প্রবণতার কারণে তাসকিন টেস্ট খেলা থেকে নিয়েছেন লম্বা বিশ্রাম। বিশ্বকাপ থেকে ভুগছিলেন কাঁধের চোটে। শেষ দিকে কয়েক ম্যাচ খেলেছেন এই চোট নিয়েই। ওয়ানডে বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজে খেলেননি তাসকিন। ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। বিপিএল দিয়ে ফেরার পর জিম্বাবুয়ে সিরিজেও আছেন শুরু থেকে। তবে চোটের কারণে সিরিজ শেষ করতে পারেননি। এদিকে জিম্বাবুয়ে সিরিজ শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে বৈঠক করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহও ছিলেন। বোর্ড সভাপতি ছাড়াও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান ছিলেন ওই সভায়। বৈঠক সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজের দল থেকে খুব বেশি পরিবর্তন আসবে না বিশ্বকাপ স্কোয়াডে। অধিনায়ক হিসেবে আছেন শান্ত। ওপেনিংয়ে লিটন দাস, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারকে রাখার সম্ভাবনা প্রবল। মিডল অর্ডারে সাকিব, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিকের থাকা অনেকটাই নিশ্চিত। পেস বোলিং বিভাগে ভরসা রাখা হবে মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলামের ওপর। তাসকিনের থাকাটা নির্ভর করছে স্ক্যান রিপোর্টের ওপর। শেষ মুহূর্তে তিনি বাদ পড়লে ভাগ্য খুলতে পারে তানজিম হাসান সাকিবের। স্পিন আক্রমণে শেখ মেহেদী হাসানের সঙ্গে রিশাদ হোসেন ও তানভীর ইসলামের থাকার জোরালো সম্ভাবনা। এর বাইরে স্ট্যান্ডবাই হিসেবে আরও দুই ক্রিকেটারকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, যেখানে তাদের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে লাল-সবুজ দল। বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদণ্ডতানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।