বসুন্ধরা কিংস-আবাহনী সেমিফাইনাল আজ

প্রকাশ : ১৪ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

টানা দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে শিরোপা লড়াইয়ে সাদা কালোদের প্রতিপক্ষ এখনও নির্ধারন হয়নি। টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে কাদের মুখোমুখি হতে হবে তা আজই জানতে পারবে মোহামেডান। এদিন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ঘরোয়া ফুটবলের অন্যতম শক্তিধর দুই দল বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেড।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুপুর ৩টায় ফাইনালে উঠার লড়াইয়ে নামবে দল দুটি। গত মৌসুমে ফেডারেশন কাপের ফাইনালে খেলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে হেরে রানার্স আপ হয়েছিল আবাহনী। দুই ঐতিহ্যবাহী ক্লাবের সমর্থকদের প্রত্যাশা এবারও টুর্নামেন্টের ফাইনালে আরও একটি আবাহনী ও মোহামেডান লড়াইয়ের। তবে তার জন্য আজ কিংস বাধা টপকাতে হবে আবাহনীকে। বসুন্ধরা কিংস প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুললেও চলতি মৌসুমে আবাহনী লিমিটেড এখন পর্যন্ত কোনও ট্রফি জিততে পারেনি। ফাইনালে ওঠা যে বেশ কঠিন তা সাম্প্রতিক পারফরম্যান্স দেখলেই পরিষ্কার। কিংস তিন ম্যাচ আগেই লিগে শিরোপা উৎসব করেছে। সেখানে আবাহনীর অবস্থান ছিল তৃতীয়। এছাড়া লিগে লড়াই করলেও জীবন-হৃদয়রা হার এড়াতে পারেনি। এবার মাঠে লড়াই করে ঘুরে দাঁড়াতে চায় একসময়ের ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দল। দলের অন্যতম মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় বলেছেন, ‘আমরা জেতার জন্যই মাঠে নামবো। শেষ সময় পর্যন্ত একই তাল লয়ে খেলতে পারলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আশা করছি সবাই নিজেদের সেরাটা দিতে পারবে।’ আবাহনীর ম্যানেজার কাজী নজরুল ইসলামও আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘আমরা লিগ কিংবা স্বাধীনতা কাপ পাইনি। ফেডারেশন কাপে সম্ভাবনা আছে। কাল যদি সবাই ভালো খেলতে পারে তাহলে হয়তো ফাইনালে যেতে পারবো। তবে কিংস ভালো দল। তাদের বিপক্ষে লড়াইটা জমজমাট হবে।’ শিরোপার প্রত্যাশায় দল গড়েও গত মৌসুমে ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল কিংসকে। মোহামেডানের কাছে সেমিতে ২-১ গোলে হেরে শেষে স্থান নির্ধারণী ম্যাচে শেখ রাসেলকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় হয়েছিল তারা। ঘরোয়া ফুটবলের অন্যতম শক্ত দলটির জন্য ছিল সেটি দারুণ হতাশার। ময়মনসিংহে বসুন্ধরা কিংসও পুরোপুরি উৎসব করেনি। তাদের মগজে ফেডারেশন কাপের সেমিফাইনাল। বিশেষ করে আবাহনীর বিপক্ষে লড়াই অনেকটাই চিরপ্রতিদ্বন্দ্বীর মতো। তাদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন তাই বলেছেন, ‘এখনই আনন্দ নয়। আমাদের সামনে সেমিফাইনাল ম্যাচ রয়েছে। আবাহনী ভালো দল। তাদের বিপক্ষে খেলতে হবে। দলের সবাইকে প্রস্তুতি নিতে হবে। তবে আমরা মৌসুমে ট্রেবল জিততে চাই। সেই লক্ষ্যে সবাই খেলবে।’ ডিফেন্ডার তপু বর্মণও আশাবাদী কণ্ঠেও বলেছেন, ‘ট্রেবল জিততে হলে সেমিফাইনালে আবাহনীকে হারাতে হবে। সবাই এখন সেই ম্যাচের প্রস্তুতি নিতে হচ্ছে। আমরা এই মৌসুমে তিনটি ট্রফি জিতে উৎসব করতে চাই।’ গত টুর্নামেন্টের সেমিফাইনালে শেখ রাসেলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েই ফাইনালে নাম লিখিয়েছিল আবাহনী। ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। তবে মর্যাদার সেই লড়াইটিতে দারুণ প্রতিদ্বন্দ্বীতা করেও টাইব্রেকারে ৪-২ গোলে আবাহনী হেরে যায়। যদিও নির্ধারিত সময়ের খেলা ৪-৪ গোলে ড্র ছিল। আর এরফলে দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশনকাপের শিরোপা জিতে নিয়েছিল মোহামেডান। যদিও আগের টানা তিন ম্যাচেই জিতেছে কিংস। তবে গোল স্কোরিংয়ের দিক দিয়ে এগিয়ে আছে আবাহনী। তাই সেমিফাইনালে আবাহনীর বিপক্ষে আরো সাবধানী হতে হবে কিংসকে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ মে।