ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্যারিসের ‘রাজা’র বিদায়টা রাজকীয় হলো না

প্যারিসের ‘রাজা’র বিদায়টা রাজকীয় হলো না

না এবার আর কোনো গুঞ্জন নয়। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন কিলিয়ান এমবাপ্পে নিজেই। সেই ঘোষণার পর পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে গত রোববার রাতে শেষ ম্যাচ খেললেন এই ফরাসি তারকা। গোলও করেছিলেন অষ্টম মিনিটে। কিন্তু ফ্রেঞ্চ লিগের ম্যাচটিতে রক্ষণের ভুলে আগেই শিরোপা নিশ্চিত করা পিএসজি হেরে যায় ৩-১ গোলে। সাত বছরের ক্যারিয়ারে প্যারিসের ‘রাজা’ হলেও বিদায়টা রাজকীয় হলো না তাই। এখনও অবশ্য তিন ম্যাচ পিএসজির হয়ে খেলবেন তিনি। এর দুটি লিগে আরেকটি লিগ কাপের ফাইনালে। তবে পার্ক দ্য প্রিন্সেসে রবিবারই ছিল তার শেষ ম্যাচ। ম্যাচ শেষে লিগের জেতা ট্রফি নিয়ে সতীর্থদের সঙ্গে উল্লাসে শামিল ছিলেন এমবাপ্পে। জয় না পেলেও পিএসজির সমর্থক গোষ্ঠী আলট্রাস বিশেষ আয়োজন করেছিল এমবাপ্পের জন্য। ম্যাচের আগে খেলোয়াড়দের নাম ঘোষণার সময় এমবাপ্পের নামে স্লোগান তুলেছিলেন তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত