ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৭৪ বছরের পুরোনো রেকর্ড ভেঙে উচ্ছ্বসিত হামিদ

৭৪ বছরের পুরোনো রেকর্ড ভেঙে উচ্ছ্বসিত হামিদ

চলতি মৌসুমে প্রথমবারের মতো নটিংহ্যামশায়ারের লাল বলের অধিনায়কত্ব পেয়ে ব্যাট হাতে সময়টা ভালো কাটছিল না হাসিব হামিদের। কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম চার ম্যাচে একবারও ছুঁতে পারেননি পঞ্চাশ। অবশেষে তার ব্যাট থেকে এলো বড় ইনিংস। ম্যারাথন ব্যাটিংয়ে গড়লেন ‘ক্যারিং দা ব্যাট থ্রু আউট আ কমপ্লিটেড ইনিংস’-এর কীর্তি। ভেঙে দিলেন ৭৪ বছর পুরোনো এক রেকর্ড। ট্রেন্ট ব্রিজে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিন গত রোববার প্রথম ইনিংসে ৫০৩ রানে অল আউট হয়ে ১৭২ রানের লিড পায় নটিংহ্যামশায়ার। ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত ব্যাট করে ক্যারিয়ার সেরা ২৪৭ রানে অপরাজিত থেকে যান হামিদ। ১০ ঘণ্টা ২১ মিনিট ক্রিজে কাটিয়ে ৪৫৯ বলে ২৫ চারে ইনিংসটি সাজান ২৭ বছর বয়সি ব্যাটসম্যান। কাউন্টির প্রথম শ্রেণির ক্রিকেটে ‘ক্যারিং দ্য ব্যাট থ্রু আউট আ কমপ্লিটেড ইনিংস’-এ নটিংহ্যামশায়ারের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। হামিদ ছাড়িয়ে গেছেন চার্লি হ্যারিসকে। দ্বিতীয় দিন শেষে ১৩৭ রানে অপরাজিত ছিলেন হামিদ। তৃতীয় দিন লোয়ার অর্ডারে অন্য পাশে ফাস্ট বোলার অলি স্টোন্সের থেকে ভালো সঙ্গ পান তিনি। দুজনের অষ্টম উইকেট জুটিতে আসে ১৬৩ রান। এই দুই দলের মধ্যে ম্যাচে অষ্টম উইকেটে যা রেকর্ড। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের আগের ৪৭ ম্যাচে স্রেফ একবার পঞ্চাশ ছুঁতে পারা স্টোন্স এবার খেলেন ১৬২ বলে ৯০ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পাশাপাশি এত বছরের রেকর্ড ভেঙে দেয়ায় উচ্ছ্বসিত ইংল্যান্ডের হয়ে ১০টি টেস্ট খেলা হামিদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত