প্রধান নির্বাচকের ব্যাখ্যা

সাইফউদ্দিন বাদ পড়লেন কেন

প্রকাশ : ১৫ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

চোটাক্রান্ত তাসকিন আহমেদ আনফিট হয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন। তবে দারুণ ফর্মে থেকেও দলে ঠাঁই পাননি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার বদলে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। এমন ঘোষণার পরই শুরু হয়েছে সমালোচনা। কেউ কেউ সাইফউদ্দিনকেই দলে আশা করছিলেন। তবে বিসিবির নজরে এই ক্রিকেটারের চেয়ে বেশি ভরসাযোগ্য মনে হয়েছে তানজিমকেই। গতকাল মঙ্গলবার মিরপুরে এক সংবাদ সম্মলেনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন এমন তথ্য। তার মতে, জিম্বাবুয়ে সিরিজে সাইফউদ্দিন ও তানজিম সাকিব দুইজনকেই পরখ করে দেখা হয়েছে।

যেখানে উৎরে গেছেন তরুণ তানজিম। লিপু বলেন, ‘জায়গা পেতে এখানে সবাই খুব ক্লোজ লড়াই করেছে। যে দলটা দিয়েছিলাম ৩০ তারিখে সেটা এক প্রেক্ষাপটে দিয়েছিলাম। সেখানে দুটো চিন্তা ছিল যে বর্তমান ক্রিকেটারদের নিয়েই দল করা। আর একটা চিন্তা ছিল ইনজুরি থেকে ফেরা ক্রিকেটাররা যেমন সাইফউদ্দিন কেমন করে তা দেখা। তো আমাদের যে আস্থার জায়গাটা, সেখানে সাইফউদ্দিনের চেয়ে তানজিম একটু এগিয়ে ছিল। সেজন্য ওকে আমরা দলে রেখেছি।’

চোটের সঙ্গে লড়াই করে এলেও বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে নির্বাচকদের নজরে আসেন সাইফউদ্দিন। বিপিএলে ৯ ম্যাচে ১৫ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেন ৬৩ রান। ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করতেও বড় ভূমিকা দেন তিনি। এরপর ১৮ মাস পর জিম্বাবুয়ের সিরিজের স্কোয়াডে সুযোগ পান। এতে চার ম্যাচ খেলেন তিনি। চট্টগ্রামে প্রথম ম্যাচে ছিলেন দুর্দান্ত, ১৫ রানে নেন ৩ উইকেট। পরের তিন ম্যাচে সাইফউদ্দিনের পারফরম্যান্স ছিল যথাক্রমে ১ উইকেটে ৩৭, ৩ উইকেটে ৪২ ও ১ উইকেটে ৫৫ রান! এই শেষ ম্যাচের অতিরিক্ত রান দেয়াই কিছুটা পেছনে ফেলে দেয় তাকে। ম্যাচটি হারে বাংলাদেশ। অন্যদিকে তানজিম হাসান সাকিব দুই ম্যাচ খেলে চট্টগ্রামে এক ম্যাচে ২৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট, ঢাকায় চতুর্থ ম্যাচে ৪২ রান দিয়ে অবশ্য কোনো উইকেট পাননি। সাকিবের চেয়ে ভালো খেলেও কেন দলে নেই সাইফউদ্দিন, এমন প্রশ্নে লিপু বলেন, ‘সাকিবকে (তানজিম) শ্রীলঙ্কা সিরিজেও আমরা দেখেছি। তার একাগ্রতা, মাঠে নিজেকে বিলিয়ে দেয়ার চেষ্টা; সেটা সাইফউদ্দিনের চেয়ে তাকে কিছুটা এগিয়ে রেখেছে।’ প্রধান নির্বাচক বলেন, ‘আমরা যে কারণে সাইফউদ্দিনের দিকে তাকিয়ে ছিলাম, ডেথ ওভারে ইয়র্কার করা, সেটা ঘরোয়া ক্রিকেটে যেমন ছিল তার চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একটু ব্যতিক্রম মনে হয়েছে। তাই আমরা একটু ভিন্ন চিন্তা করেছি। ৩০ তারিখে যে দলটা দিয়েছিলাম সেখান থেকে একমাত্র এই জায়গাটাতেই পরিবর্তন হয়েছে। আমাদের বিবেচনায় আসলে সাইফউদ্দিন ও সাকিবের সঙ্গেই লড়াই চলছিল।’